promotional_ad

ব্যাটিংয়ে মাহমুদুল্লাহ

promotional_ad

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটরের ম্যাচে কুয়েটা গ্লেডিয়েটর্সের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রান করে অল আউট হয়েছে পেশোয়ার জালমি।


জবাবে ব্যাট করতে নেমে দলীয় দলীয় ১৭ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় কোয়েটা। তারপর অধিনায়ক সরফরাজ আহমেদ মোহাম্মদ নেওয়াজকে নিয়ে দারুণ এক জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।


তবে দলীয় ৮০ রানে মোহাম্মদ নেওয়াজ ৩৫ রান করে সামিন গুলের বলে উমাইদ আসিফকে ক্যাচ দিলে এই জুটি ভাঙে। একই ওভারে ৩৫ রান করে সরফরাজ আহমেদ ফিরে গেলে উইকেটে আসেন টাইগার তারকা মাহমুদুল্লাহ।


এর আগে এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে টাইগার ওপেনার তামিম ইকবালের দল পেশওয়ার। কিন্তু ব্যাটিংয়ে নেমেই বৃষ্টির বাঁধায় পরে ম্যাচটি। ম্যাচের মাত্র চার বল গড়ানোর পরই বৃষ্টি বাঁধায় পন্ড হয় খেলা।


বৃষ্টির পর আবারও ব্যাটিংয়ে নামেন তামিম ইকবাল ও জালমির অন্য ওপেনার কামরান আকমল। বৃষ্টির কারণে খেলা বন্ধ হলেও কোনো ওভার কাটা যায়নি ম্যাচটির। তারপর দ্রুতই ওপেনার কামরান আকমলের উইকেট হারায় জালমি।



promotional_ad

আকমল কোয়েটার বোলার রাহাত আলীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে এসে বেশিক্ষণ টিকতে পারেননি আন্দ্রে ফ্লেচারও। ফ্লেচার মাত্র  রান করে মীর হামজার বলে থিসারা পেরেরার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।


দলীয় অষ্টম ওভারে বোলিংয়ে আসেন টাইগার তারকা অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। এসেই ২৫ রান করা হাফিজকে বোল্ড করে সাজঘরে ফেরান। তামিম ২৭ রান করে মোহাম্মদ নেওয়াজের বলে টম কোহলেরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।


তামিমের ফেরার পর ৯ রান করা সাদ নাসিম হাসান খানের বলে পেরেরার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে। ব্যক্তিগত ৭ রান করে উমাইদ আসিফ জালমির পেসার রাহাত আলীর বলে ক্যাচ দিয়েছেন আসাদ শফিকের হাতে।


অধিনায়ক ড্যারেন স্যামিও ব্যাট হাতে ভালো করতে পারেননি। ২ রান করে সেই রাহাত আলীর বলে মীর হামজার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। শেষ ওভারে থিসারা পেরেরার বলে ১৫ রান করে বোল্ড হয়েছেন ওয়াহাব রিয়াজ। তারপর ৪ রান করা হাসান আলীকে ফিরিয়েছেন পেরেরা।


ফলে ১৫৭ রানে থামে পেশওয়ার জালমির ইনিংস।



পেশোয়ার জালমি একাদশ: কামরান আকমল (উইকেট রক্ষক), তামিম ইকবাল, আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ হাফিজ, সাদ নাসিম, ড্যারেন স্যামি (অধিনায়ক), লিয়াম ডাউসন, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, উমদ আসিফ, সামেন গুল।


কোয়েটা গ্লাডিয়েটর্স একাদশ: টম কোহলার-ক্যাডমোর, আসাদ শফিক, রাইলি রসু, মাহমুদুল্লাহ, সরফরাজ আহমেদ (উইকেটেরক্ষক), থিসেরা পেরেরা, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলী, হাসান খান, মীর হামজা, রাহাত আলী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball