সোহানের ব্যর্থতার দিনে ব্যর্থ শেখ জামালও

ছবি:

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সে যেতে হলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেতেই হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। কেননা ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে অবস্থান করছে তারা।
তবে বাঁচা মরার এই ম্যাচে একেবারেই নিজেদের মেলে ধরতে পারেনি নুরুল হাসান সোহানের দলটি। শ্রীলঙ্কা থেকে গতকাল দেশে ফিরেই আজ ডিপিএলে খেলতে নেমেছেন সোহান। কিন্তু তাঁর নেতৃত্বে আজ শুরু??ে ব্যাটিং করে মাত্র ১৮৪ রানে অলআউট হয়েছে শেখ জামাল।
আর দলের পাশাপাশি ব্যর্থতার বেড়াজালে বন্দি ছিলেন সোহান নিজেও। মাত্র ১৬ রান করে রান আউটের শিকার হতে হয়েছে আজ তাঁকে। শেখ জামালের পক্ষে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন শুধু ওপেনার সৈকত আলি। তাঁর ব্যাট থেকে এসেছে ৭৪ বলে ৫৫ রানের দুর্দান্ত একটি ইনিংস।
এছাড়া অলরাউন্ডার তানবির হায়দার ৩৩ এবং ইলিয়াস সানি ৩১ রান করেন। বাদবাকি ব্যাটসম্যানদের কেউই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। ফলে দুইশত রানের আগেই গুঁটিয়ে যেতে হয়েছে শেখ জামালকে।

অবশ্য সোহান বাহিনীকে এত অল্প রানে বেঁধে ফেলার সকল কৃতিত্ব দিতে হবে ব্রাদার্সের ডানহাতি মিডিয়াম পেসার খালেদ আহমেদকে। ৯ ওভার বোলিং করে মাত্র ৪১ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি। ২টি করে উইকেট নিয়ে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন সোহরাওয়ার্দি শুভ, শাখাওয়াত হোসেন এবং অধিনায়ক অলোক কাপালি।
ব্রাদার্স ইউনিয়ন-
মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, মাইশুকুর রহমান, দেবব্রত দাস, অলোক কাপালি, ইয়াসির আলি, সোহরাওয়ার্দি শুভ, মইনুদ্দিন রুবেল, নিহাদুজ্জামান, শাখাওয়াত হোসেন, খালেদ আহমেদ, নাজমুস সাদাত, মুজিবুর রহমান।
শেখ জামাল ধানমন্ডি-
সৈকত আলি, পিনাক ঘোষ, রাকিন আহমেদ, শচীন বেবি, তানবির হায়দার, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ইলিয়াস সানি, সোহাগ গাজি, রবিউল হক, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহি।