আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরি

ছবি:

ডিপিএলের চলমান আসরে খুব একটা সাফল্যের দেখা পায়নি কলাবাগান ক্রীড়া চক্র দলটি। ১০ ম্যাচে মাত্র ২টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে নিচে অবস্থান করছে তারা। ফলে ইতিমধ্যে সুপার সিক্সে খেলার আশা ধূলিসাৎ হয়ে গেছে তাদের।
আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তাদের ম্যাচটি তাই নিয়ম রক্ষার ম্যাচ হিসেবেই বিবেচিত হচ্ছে। আর এই ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠেছেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আজ খেলতে নেমে এবারের ডিপিএলে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত আজকের এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলাবাগান অধিনায়ক মাহমুদুল হাসান। এরপর ব্যাটিংয়ে নেমে দলীয় ২০ রানের মাথায় ওপেনার মুনিম শাহরিয়ারের উইকেটটি হারালেও পরবর্তীতে মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত ব্যাটিংয়ে বিপদে পড়তে হয়নি কলাবাগানকে।
আরেক ওপেনার ওয়ালিউল করিমকে সাথে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন তিনি। আর এরই সাথে দলকে শত রানের কোটা পার করান সাবেক টাইগার দলপতি। তবে ১০৫ রানের মাথায় ৪৬ রান করা ওয়ালিউলকে আউট করে জুটি ভাঙ্গেন শামসুর রহমান।

পরবর্তীতে অধিনায়ক মাহমুদুল হাসানের সাথে ৮২ রানের আরেকটি বড় জুটি গড়েন আশরাফুল। ১৮৭ রানের মাথায় মাহমুদুলকে আউট করেন মোহাম্মদ আজিম। তবে অধিনায়ক ফিরে গেলেও দারুণ ব্যাটিং করে সেঞ্চুরি হাঁকান আশরাফুল। বর্তমানে ক্রিজে ১০৯ রান নিয়ে ব্যাট করছেন তিনি।
আর এই রিপোর্ট লেখা পর্যন্ত কলাবাগানের স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ২১৮ রান (৪০ ওভার)। আশরাফুলের সঙ্গী হিসেবে ৮ রান নিয়ে অপরাজিত আছেন তাইবুর রহমান।
কলাবাগান ক্রীড়া চক্র-
মুনিম শাহরিয়ার, ওয়ালিউল করিম, মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল হাসান (অধিনায়ক), তাইবুর রহমান, ফারুক হোসেন, মুক্তার আলি, সঞ্জিত সাহা, নাবিল সামাদ, রাহাতুল ফেরদৌস, নাহিদ হাসান।
মোহামেডান স্পোর্টিং ক্লাব-
জনি তালুকদার, এনামুল হক, রনি তালুকদার, শামসুর রহমান (অধিনায়ক), রকিবুল হাসান, ইরফান শুক্কুর, গুরিন্দার সিং, সাইদ সরকার, তাইজুল ইসলাম, কাজি অনিক, মোহাম্মদ আজিম।