ট্র্যাফিক জ্যামের কারণে ম্যাচ বিলম্বে শুরু!

ছবি:

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বৃষ্টির কারণে কিংবা আলোক স্বল্পতার কারণে কোনো ম্যাচ বাতিল কিংবা দেরি হওয়ার নজির রয়েছে অনেক। কিন্তু ট্র্যাফিক জ্যামের কারণে কখনো কোনো ম্যাচ শুরু হতে দেরি হয়েছে এমনটা হয়তো এর আগে দেখা যায়নি।
এবার তারই নজির দেখা গেলো বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরে। আজ ডিপিএলের সুপার সিক্স রাউন্ডের আগে সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে খেলেছে নেমেছে কলাবাগান ক্রীড়া চক্র এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ম্যাচটি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও ৩০ মিনিট পরে মাঠে নেমেছে দুই দল। আর এই দেরির কারণ ছিলো ট্র্যাফিক জ্যাম! জানা গেছে ঢাকার ব্যস্ত রাস্তায় বড় ধরণের ট্র্যাফিক জ্যামের মুখে পরার কারণে মোহামেডান এবং কলাবাগানের বেশ কিছু ক্রিকেটার সময়মতো বিকেএসপির মাঠে উপস্থিত হতে পারেননি বিধায় আম্পায়াররা ম্যাচটি দেরিতে শুরু করতে বাধ্য হয়েছেন।
ইএসপিএন ক্রিক ইনফোর স্কোরকার্ডেও ম্যাচ বিলম্ব হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ট্র্যাফিক জ্যামকে।

উল্লেখ্য চলমান ডিপিএল আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে আশরাফুলদের কলাবাগান ক্রীড়া চক্র। ফলে তাদের সুপার সিক্সের আশা কার্যত শেষ। অপরদিকে তাদের প্রতিপক্ষ মোহামেডান ১০ ম্যাচে ৪ জয় নিয়ে অবস্থান করছে ৯ নম্বরে। সুপার সিক্সে যেতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই তাদের।
কলাবাগান ক্রীড়া চক্র-
মুনিম শাহরিয়ার, ওয়ালিউল করিম, মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল হাসান (অধিনায়ক), তাইবুর রহমান, ফারুক হোসেন, মুক্তার আলি, সঞ্জিত সাহা, নাবিল সামাদ, রাহাতুল ফেরদৌস, নাহিদ হাসান।
মোহামেডান স্পোর্টিং ক্লাব-
জনি তালুকদার, এনামুল হক, রনি তালুকদার, শামসুর রহমান (অধিনায়ক), রকিবুল হাসান, ইরফান শুক্কুর, গুরিন্দার সিং, সাইদ সরকার, তাইজুল ইসলাম, কাজি অনিক, মোহাম্মদ আজিম।