ভারতীয় শিবিরেও প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ
ছবি:

১৮তম ওভারে মাত্র একরান দিয়েছেন মুস্তাফিজুর রহমান। নিয়েছেন একটি গুরুত্বপূর্ণ উইকেটও। তাতেই চাপে পরে ভারত। তবে চাপ কাটিয়ে নিদাহাস ট্রফির শিরোপাও জিতে নেয় তারা।
তবে বাংলাদেশ দল হারলেও মন জয় করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে ৮ বলে ২৯* রান করা দিনেশ কার্তিক জানিয়েছেন মুস্তাফিজুর রহমানের কথা। তার ভাষায়,

'ভালো খেলার পর দারুন লাগছে আমার। দলের কথা ভেবে স্বস্তি পাচ্ছি। এই আসরে দুর্দান্ত খেলেছি আমরা। আর ফাইনাল না জিতলে সেটা অপ্রত্যাশিত ছিল অবশ্যই। ব্যাট করা সহজ ছিল না।
'বিশেষ করে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেছে। আমি শুধু গিয়েছি আর ব্যাট চালিয়েছি। ভাগ্য ভালো ছিল। কেননা যেভাবে আমি অনুশীলন করি ওইভাবেই লাইনে বল এসেছিলো।'
এছাড়া রান করতে পেরে দারুণ খুশি তিনি; 'ভারতীয় দলে জায়গা করে নেওয়া খুবই কঠিন। আর একবার জায়গা পেলে, সেটা ধরে রাখতে হয় চেষ্টা করে হলেও। দলের সবাইকে, এমনকি স্টাফদেরও ধন্যবাদ তারা দারুণ সহযোগিতা করেছে আমাকে।'