promotional_ad

'ব্যতিক্রমধর্মী বোলারদের এমনটা হয়'

promotional_ad

শ্রীলংকার বিপক্ষে নিদাহাস ট্রফির সেমিফাইনালে চার ওভার করে ৩৯ রান দিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিনিময়ে অবশ্য দুটি উইকেট পেয়েছিলেন। তবে প্রথম দুই ওভারে একটি মেডেনসহ মাত্র চার রান দিয়েছিলেন তিনি।


তবে অনেক বেশি বাজে বল করেছিলেন পরের ওভার গুলোতে। আর তাই মুস্তাফিজের বল আগের মতো নেই মনে করছেন সাবেক লঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ড। রাসেল কিছু ভুল এখনো দেখছেন তাতে। ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান,


'আমার মতে তার কিছুটা পরিবর্তন হয়েছে। তার বোলিংয়ের লেন্থে কিছুটা পরিবর্তন এসেছে। এর আগে সে স্লোয়ার বলে এবং ফুলার লেন্থ বলে দারুণ কার্যকরী ছিলো। এখন তার খেলা কিছুটা বদলেছে, তবে আমি মনে করি সে দ্রুতই এটি ঠিক করে ফেলবে, সে খুঁজে বের করতে পারবে কি কি পরিবর্তন আনতে হবে তার বোলিংয়ে। 



promotional_ad

'তাকে লেন্থের প্রতি সতর্ক থাকতে হবে যেন সে আবারো কার্যকরী বোলিং করতে পারে। হ্যাঁ সে যেমনটা ছিলো আগে এখন তেমনটি নেই, তবে একজন ব্যতিক্রমধর্মী বোলার কিংবা ব্যাটসম্যানের জন্য এটি স্বাভাবিক- আপনি সর্বদা সর্বোচ্চ স্ট্যান্ডার্ড খুঁজবেন, কিন্তু তাকিয়ে দেখুন সে তার কাজটি ভালোভাবেই করছে।' 


একইদিনে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দলের আগ্রাসী পারফর্মেন্স পছন্দ হওয়ার কথাও জানান তিনি। সময়ের অন্যতম সেরা এই ধারাভাষ্যকার জানান, 


'বাংলাদেশের দিক থেকে বলতে গেলে, এই দলের ক্রিকেটাররা দীর্ঘ দিন থেকে একসাথে খেলছে, সুতরাং এখানে অভিজ্ঞতার প্রাচুর্য আছে। আমি মনে করি বছরের শুরুর দিকে বাংলাদেশ ক্রিকেটে কিছুটা পিছিয়ে ছিলো। 



'তারা বেশ কয়েকটি ক্যাচ ছেড়েছে, সুতরাং এটি তাদের জন্য ছিলো যথেষ্ট পীড়াদায়ক। তবে এখন তারা আবারো নিজেদের ফিরে পেয়েছে এবং নিজেদের মতোই খেলছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball