promotional_ad

ক্ষতিপূরণ দিতে রাজি বিসিবি

promotional_ad

শুক্রবার শ্রীলংকাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। তবে এদিন ম্যাচ জিতলেও মাঠ এবং মাঠের বাইরে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।


ম্যাচ শেষে ক্রিকেটাররা তো বিতর্কে জড়িয়েছেনই। এছাড়াও অভিযোগ উঠেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নাকি তাদের ড্রেসিং রুমের গ্লাস ভেঙ্গেছেন। জানা গিয়েচগে এই ঘটনার ব্যাপারে তদন্ত করা হবে।


এদিকে ক্রিক ইনফো থেকে জানা গিয়েছে, বাংলাদেশের ড্রেসিং রুমে যারা ছিলো তাদের মধ্যে থেকেই কেউ কাঁচের দরজাটি ভেঙ্গেছিলো। সিসি ক্যামেরায় দেখা গেছে কিছু বাংলাদেশি ক্রিকেটার ড্রেসিং রুমের দিকে এগিয়ে যাচ্ছিলো।



promotional_ad

এর কিছু পরেই সিঁড়িতে ভাঙ্গা গ্লাস পড়তে দেখা যায়। হয়তো সেই মুহূর্তেই দরজাটি ভাঙ্গা হয়েছিলো। ম্যাচ রেফারি ক্রিস ব্রড ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে ক্যাটারিংয়ের কিছু লোকের সাথে কথা বলছেন।


তারা নাকি কিছু ক্রিকেটারের নামও উল্লেখ করেছেন যারা এই ঘটনার সাথে জড়িত। অবশ্য তাদের বক্তব্যকেই মূল প্রমাণ হিসেবে দেখছেন না ব্রড। সবকয়টি ভিডিও ফুটেজ যাচাই করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন তিনি বলে জানা গেছে। 


তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যে লঙ্কানদের জানিয়েছে তারা এই ঘটনার জন্য ক্ষতিপূরণ দিতেও রাজি আছে। যদিও সবকিছু প্রমাণের জন্য অপেক্ষা করছে তারা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball