ফাইনালে ভারত-শ্রীলংকা!

ছবি:

চলমান নিদাহাস ট্রফির ফাইনালে খেলবে কোন দুই দল? এই প্রশ্নের জবাবটি যদি সিরিজ শুরুর আগে কোনো সাধারণ দর্শককে করা হতো তাহলে কেউই তা বলতে পারতেন না হলফ করে। কিন্তু নিদাহাস ট্রফি আয়োজকরা যেন জ্যোতিষী!
তা নাহলে ফাইনালের আমন্ত্রিত অতিথিদের গাড়ির পার্কিংয়ের জন্য যে পাস তারা ছেপেছিলো সেখানে শ্রীলঙ্কা এবং ভারতের নাম কেন রাখা হলো? আদতে হয়েছে এমনটাই। অন্তত বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়ের ফেসবুকের একটি স্ট্যাটাসের মাধ্যমে জানা গেছে এমনটাই।

নিজের ফেসবুকের ওয়ালে ম্যাচ শেষে একটি ছবি পোষ্ট করেছেন তিনি যেখানে লঙ্কানদের এই ধৃষ্টতার প্রমাণ দেখা গিয়েছে। এই ছবিটিই প্রমাণ করেছে বাংলাদেশকে তেমন গণনাতেই ধরেনি লঙ্কানরা। তবে আয়োজকদের সকল পরিকল্পনা ভেস্তে দিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় দিয়ে ফাইনালে উঠে এসেছে তারা।
উল্লেখ্য গত ম্যাচে শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শেষ ওভারের নাটকীয়তায় ২ উইকেট এবং ১ বল হাতে রেখে রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর ফলে ভারতের বিপক্ষে রবিবার ফাইনালে খেলতে নামবে তারা।