promotional_ad

ফের নো-বল বিতর্কের শিকার বাংলাদেশ দল

promotional_ad

নিদাহাস ট্রফির অলিখিত সেমিফাইনালে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সাকিব আল হাসানের দল। ২ বল বাকি থাকতে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ে এনে দেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।


এদিকে ম্যাচ জিতলেও শেষ ওভারে বিতর্কের জন্ম দিয়েছে এই ম্যাচ। যদিও সেটা আম্পায়ারদের ভুলের কারণে। শেষ ওভারে বোলিংয়ে এসে ইসুরু উদানা মুস্তাফিজুর রহমানকে বাউন্স বলে পরাস্ত করেন।


এরপরের বলেও বাউন্স বল দিয়ে তাকে পরাস্ত করলেও মুস্তাফিজ রান নিয়ে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন। তবে নিয়ম অনুযায়ী পর পর দুটি বল বাউন্স বল হলে সেটা নো বল হয়। কিন্তু আম্পায়াররা সেটাকে নো বল দেননি।



promotional_ad

আম্পায়াররা নো বল না দেয়ার ক্রিজে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেন। পরবর্তীতে অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচের থার্ড আম্পায়ারের সাথে কথা বলেন। কিন্তু তাতেও নো বল দেয়নি আম্পায়ারা।


এক পর্যায়ে সাকিব মাহমুদুল্লাহ রিয়াদকে মাঠ ছেড়ে উঠে আসতে বলেন। কিন্তু শেষ পর্যন্ত আম্পায়ার এবং শ্রীলংকার ক্রিকেটাররা মিলে বিষয়টি মিটমাট করে খেলায় নেমে যায়। কিন্তু অধিনায়ক সাকিব রেগে ডাগ আউটে ফিরে যান। 


যদিও নো বল না দেয়ার কারণে শেষ পর্যন্ত ক্ষতি হয়নি বাংলাদেশ দলের। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball