বাদ পড়তে যাচ্ছেন সাব্বির?
ছবি:

সুক্রবার ভারতের বিপক্ষে চলমান নিদাহাস ট্রফিতে মাঠে নামার আগে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনসহ শীর্ষ কর্তারা এবং পুরো জাতীয় দল এক সঙ্গে লাঞ্চ করেছেন। সেখানে নাকি বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আজকের ম্যাচের একাদশ নিয়ে আলাপ আলোচনা হয়েছে।
শোনা গিয়েছে মোট ১৩ জনের তালিকা করা হয়েছে যেখানে আছে সাকিব আল হাসান এবং আরিফুল হকের নামও। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এমনটাই জানিয়েছেন। জাগো নিউজকে তিনি বলেন,
‘আজ (শুক্রবার) অঘোষিত সেমিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ কি। ম্যানেজারের প্রথম জবাব, পাপন ভাই সহ আমরা সবাই লাঞ্চে বসেছি। দুপুরেও একটা টিম মিটিং হয়েছে। তাতে একাদশ চূড়ান্ত হয়নি। প্রথম একাদশ চূড়ান্ত হবে মাঠে গিয়ে উইকেট দেখার পর।

তবে ১৩ জনের একটা সম্ভাব্য তালিকা তৈরি করেছি। তাতে ভারতের সঙ্গে খেলা ১১ জনের সবাই আছেন। নতুন করে যোগ হচ্ছেন সাকিব আর আরিফুল। এই ১৩ জনের যে কোন ১১ জন খেলবে। মাঠে গিয়ে উইকেট দেখে ঠিক করবো একজন পেসার কমবে না নাজমুল অপু ও মিরাজ থেকে এক স্পিনার বাদ যাবে।'
এদিকে শোনা যাচ্ছে সাব্বিরের পরিবর্তে আরিফুল হককেও আজকের ম্যাচে সুযোগ দিতে পারেন নির্বাচকরা। তবে বিষয়টি নিশ্চিত না হওয়া গেলেও কয়েক জায়গা থেকে এমনটাই ইঙ্গিত মিলেছে।
সূত্রঃ জাগো নিউজ