আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেও ব্যর্থ বিসিবি

ছবি:

শ্রীলংকার বিপক্ষে চলতি বছর টেস্ট সিরিজ চলাকালীন সময় বাজে উইকেটের কারণে ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছিল মিরপুরের হোম অফ ক্রিকেট। বাজে উইকেটের কথা জানিয়ে ম্যাচ রেফারি ডেভিড বুন আইসিসির কাছে একটি রিপোর্ট জমা দেন।
পরবর্তীতে এই অভিযোগের বিপক্ষে আপিল করে বিসিবি। কিন্তু বিসিবির এই আপিলকে নাকচ করে দিয়েছে আইসিসি। শুক্রবার ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। সেখানে বলা হয়েছে বিসিবির করা আপিল না মেনে আইসিসি তাদের সিদ্ধান্ত বহাল রেখেছে।
আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডিস এবং ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। শ্রীলংকা-বাংলাদেশের টেস্ট ম্যাচের পর ম্যাচ রেফারি ডেভিড বুন জানিয়েছিলেন,

'এমন উইকেট টেস্ট ম্যাচের উপযোগী নয়। উইকেট থেকে অতিরিক্ত বাউন্স এবং বাড়তি টার্ন পেয়েছে বোলারা।' এমনটা জানিয়ে ম্যাচ রেফারি ডেভিড বুন আইসিসির কাছে তার অভিযোগপত্র জমা দেন।
এদিকে গতবছর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হয়েছিল মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নতুন করে পথচলা। সেই ম্যাচটি জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ।
তবে বাজে আউটফিল্ডের কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিল ম্যাচটির ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এই ঘটনার পর আবার একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে একই ঘটনার সম্মুখীন হয় মিরপুর স্টেডিয়াম।
সেই ম্যাচের পর আবার একটি ডিমেরিট পয়েন্ট পায় ভেন্যুটি। এতে পরপর দুই টেস্টে ৩ ডিমেরিট পয়েন্ট পায় হোম অফ ক্রিকেট। আর আগামী চার বছরের মধ্যে যদি মিরপুর স্টেডিয়াম আরও দুটি ডিমেরিট পয়েন্ট পায় এক বছরের জন্য এই মাঠে কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবেনা বিসিবি।