নতুন ভূমিকায় বিপিএলে ওয়াকার ইউনুস

ছবি:

বাংলাদেশ প্রিমিয়ার লীগের পঞ্চম আসরে নতুন মালিকানার অধীনে ফিরে আসে সিলেট ফ্র্যাঞ্চাইজি। নতুন নামে সিলেট সিক্সার্স বিপিএলে ফিরলেও গেল আসরে ভালো কিছু করতে পারেনি দলটি।
তাই আসন্ন বিপিএল আসরে ভালো কিছু করতে চায় তারা। যেকারণে এখন থেকেই দল সাজাতে এবং দলের বিভিন্ন ভাগ ঠিক করতে উঠে পড়ে লেগেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ষষ্ঠ আসরের জন্য পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং কিংবদন্তী ওয়াকার ইউনিসকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি। সিলেটের সঙ্গে দুই বছরের জন্য কাজ করবেন সাবেক এই পাকিস্তানী পেসার।

চলমান পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের ডিরেক্টরের ভূমিকায় কাজ করছেন ওয়াকার। আর গেল আসরে সিলেটের পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি।
এদিকে ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে ওয়াকার জানিয়েছেন, 'বাংলাদেশ ক্রিকেটপ্রেমী একটা দেশ। সেখানে কাজ করা খুব আনন্দদায়ক এবং আমি মুখিয়ে আছি সেখানে কাজ করার জন্য।
আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা আট দলের মধ্যে আছে তারা। তারা অসাধারণ ক্রিকেট খেলছে এবং তাদের সাথে কাজ করে তাদের উন্নতিতে অবদান রাখার জন্য আমি মুখিয়ে আছি।'
অন্যদিকে সিলেটের মালিক ওয়াসির ওবাইদ ওয়াকারকে দলে পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, 'তাকে দলে পাওয়া খুবই আনন্দের ব্যাপার আমাদের জন্য। সে আগের বছর আমাদের মেন্টর হিসেবে ছিলেন। কিন্তু এবার সে কোচের ভূমিকায় কাজ করতে সম্মতি জানিয়েছে যা আমাদের জন্য খুব খুশির খবর।'