promotional_ad

মুস্তাফিজের সমস্যা ধরতে পেরেছেন মালিঙ্গা

promotional_ad

মুস্তাফিজুর রহমান ফর্মে ফিরবেন, আবারো তিনি প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপে ধ্বস নামাবেন নিজের অনন্য বোলিং কারিশমা দেখিয়ে- এমন দৃশ্য দেখার জন্য প্রতিনিয়তই অপেক্ষায় থাকেন দেশের হাজারো ক্রিকেট প্রেমিরা। এর ব্যতিক্রম নয় চলমান নিদাহাস ট্রফিতেও।


শ্রীলঙ্কার মাটিতে মুস্তাফিজ ঝড় তুলবেন, নিজেকে বিশ্ব দরবারে আরো একবার প্রমাণ করবেন- জনগণের এই প্রত্যাশা ফিজ কতটা মেটাতে পেরেছেন এখন পর্যন্ত সেটি অবশ্য তাঁর বোলিং পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। 


নিদাহাস ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩১ রানে মাত্র ১টি উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ। এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে। সেই ম্যাচে ৪৮ রান দিয়েছিলেন তিনি। এরপর সর্বশেষ ম্যাচেও রোহিত শর্মার দলের মুখোমুখি হয়ে নিস্প্রভ ছিলেন ফিজ। ৩৮ রান খরচায় একটি উইকেটও নিতে পারেননি তিনি। 



promotional_ad

তবে মুস্তাফিজের মূল সমস্যা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিয়েছেন লঙ্কান পেস তারকা লাসিথ মালিঙ্গা। আগামী আইপিএল আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর হিসেবে দায়িত্ব পালন পাওয়া মালিঙ্গা মুস্তাফিজ প্রসঙ্গে বিডি নিউজ ২৪কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন মূলত অতিরিক্ত চাপের কারণেই বারংবার ভেঙ্গে পড়ছেন মুস্তাফিজ। পাশপাশি কাঁধের অস্ত্রোপচারের ধকল তো আছেই। লঙ্কান পেসার বলছিলেন,  


'যখন সে এসেছিল, সত্যিই অসাধারণ ছিল। এখনও ভালো করছে। তবে লোকে চায় আরও বেশি। প্রত্যাশার চাপ থেকেই ওর হয়তো নিজের মধ্যে এটা সংশয় সৃষ্টি হয়েছে। আর আমার মনে হয়, ও খুব বেশি চেষ্টা করছে। আমার মনে হয় না সে সবসময় নিজের ম্যাচ পরিকল্পনায় থাকতে পারছে।'


মুস্তাফিজের বোলিংয়ে অনেক বৈচিত্র্যতা আছে বলেও মনে করেন মালিঙ্গা। তবে কোন পরিস্থিতিতে কোনটি কাজে লাগাতে হবে এটি এখনও ভালো করে জানেন না ফিজ। আর এই কারণেই কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না তিনি। লঙ্কান স্পীডস্টারের ভাষায়,   



'ওর তিন-চার রকমের বৈচিত্র আছে। কিন্তু কখন, কোন পরিস্থিতিকে কিভাবে ব্যবহার করতে হবে, এটা আরও ভালো করে শিখতে হবে ওকে। আমার মনে হয়, ও একটু বেশি আগ্রাসী হচ্ছে এবং একটু বেশি শক্তভাবে চেষ্টা করছে। ওকে রিল্যাক্সড হতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball