শ্রীলঙ্কার বিপক্ষে ফিরছেন সাকিব!

ছবি:

ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির গত ম্যাচে ১৭ রানে হেরে ফাইনালে দৌড়ে অনেকটাই পিছিয়ে গিয়েছে বাংলাদেশ। তবে এখনও ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি টাইগারদের। এর জন্য শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবারের ম্যাচে জিততে হবে তাদের।
সুতরাং এই ম্যাচটিকে বলা হচ্ছে অলিখিত সেমিফাইনাল। আর এই হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশ দলের জন্য সুখবর হলো ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

কদিন আগে দেশের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আঙ্গুলে চোট পেয়ে ছিটকে পড়েছিলেন সাকিব। এরপর টি টোয়েন্টি এবং টেস্ট সিরিজেও দলের সাথে ছিলেন না তিনি। নিদাহাস ট্রফি দিয়ে তাঁর ফেরা উদ্দেশ্যে মিরপুরে অনুশীলনও শুরু করেছিলেন সাকিব।
কিন্তু সেই অনুশীলনেও চোটের কবলে পড়েন তিনি। পরবর্তীতে দলের সাথে শ্রীলঙ্কা গেলেও একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। সেখান থেকে এরপর উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাত্রা করেন সাকিব। এবার থাইল্যান্ড থেকে সফল চিকিৎসা শেষে ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে আজ বিকেলের ফ্লাইটেই কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর সাকিব ফিরলে সেক্ষেত্রে বাংলাদেশ দলের অধিনায়কত্বভার থেকে মুক্তি পাবেন মাহমুদুল্লাহ রিয়াদ।