অঘোষিত সেমিফাইনালে নির্ভার থাকবে বাংলাদেশ

ছবি:

ভারতের সাথে হেরে যাওয়ায় ফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলংকার বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল খেলবে টাইগাররা। তবে এই অঘোষিত সেমিফাইনালকেও চাপ হিসেবে দেখছেন না মাহমুদুল্লাহ।
টাইগার ভারপ্রাপ্ত অধিনায়কের দাবী স্বাগতিক হওয়ায় শ্রীলংকার কাঁধেই থাকবে সকল ধরণের চাপ। আর এটাই টাইগারদের জন্য অতিরিক্ত পাওয়া। ঠাণ্ডা মাথায় নিজেদের কৌশল প্রয়োগের সুযোগ।
বুধবারের ম্যাচ শেষে মিডিয়ার সামনে এসে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ জানান, 'নতুন দিনে সবকিছুই নতুন হবে। তবে চাপের কথা বললে হয়ত সেটা শ্রীলঙ্কাই অনুভব করবে। তাদের ঘরের মাঠ। তাদের দর্শক। প্রত্যাশা বেশি।
'আবার দর্শকের সমর্থন একটা শক্তিও। আমাদের জন্য নতুন একটি খেলা। নতুনভাবে মাঠে নেমে পরিকল্পনা কিভাবে কাজে লাগাতে পারি, সেটা নিয়েই ভাবতে হবে।'
তবে নিদাহাস ট্রফিতে করা ভুলগুলো নিয়ে অনেক বেশি ভাবতে নারাজ মাহমুদুল্লাহ। তার মতে, করে ফেলা ভুলগুলো নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তার দিকেই দৃষ্টি দেওয়া উচিত দলের।
'আজকে আমাদের অনেক কিছুই ঠিক হয়নি। তবে সেসব নিয়ে বেশি ভাবলে বরং ক্ষতি হবে। যে জায়গাগুলোয় আমরা উন্নতি করত?? পারি এবং পরের ম্যাচে কাজে লাগাতে পারি, সেগুলো ভাবতে হবে।'
