ব্যাটসম্যানদের প্রচেষ্টায় বড় সংগ্রহ শাইনপুকুরের

ছবি:

মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ৪৯.৫ ওভারে সবকয়টি উইকেটের বিনিময়ে তাদের সংগ্রহ ২৫১ রান। শুরুতে টসে জিতেছিল প্রাইম ব্যাংক।
শাইনপুকুরকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানালে ৩৬ রানেই দুই উইকেট হারায় আসরের নবাগত এই দলটি। এরপরে হাল ধরেন দলের ভারতীয় রিক্রুট উদয় কোল। তবে দলীয় ১০২ রানে ফিরে যান টিকে থাকা ওপেনার সাদমান ইসলাম (ব্যক্তিগত ৪৪)।
এরপরে উদয়ের সঙ্গে জুটি গড়তে চান তৌহিদ হৃদয়। তবে দলীয় ১৩০ রানে ব্যক্তিগত ৫২ রানে উদয় ফিরে গেলে আবারো চাপে পরে শাইনপুকুর। সেখান থেকে দলকে টেনে তুলতে চেষ্টা করেন আফিফ হোসেন।

তবে হৃদয় ৩৯ এবং আফিফ ২৪ রানে আউট হলে লেজের দিকের ব্যাটসম্যানদের সহায়তায় শেষমেশ ২৫১ রান সংগ্রহ করে শাইনপুকুর। প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং মনির হোসেন। দুটি উইকেট লাভ করেন এনামুল হক।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ- সাদমান ইসলাম, সাব্বির হোসেন, মোহাম্মদ সজিব হোসেন, উদয় কোল, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শুভাগত হোম, আব্দুল গাফফার, রায়হান উদ্দিন, নাইম ইসলাম জুনিয়র, মোহাম্মদ সাইফুদ্দিন।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব একাদশঃ- মেহেদী মারুফ, মেহরাব হোসেন জুনিয়র, জাকির হাসান, আল আমিন, সাজ্জাদুল হক, নাহিদুল ইসলাম, ইউসুফ পাঠান, দেলোয়ার হোসেন, মনির হোসেন, শরিফুল ইসলাম, এনামুল হক জুনিয়র।