promotional_ad

ভারতের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফির গত ম্যাচে বেশ দৃষ্টিকটুভাবে রান আউটের শিকার হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। অবশ্য শুন্য রানে সাব্বির আউট হলেও দল ঐতিহাসিক জয় নিয়ে ঠিকই মাঠ ছাড়তে পেরেছিলো।  


তবে ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সরাসরিই সাব্বিরের প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করেন। পাপন বলেছিলেন, 'সে তো ডাইভও দেয়নি। ওকে ওই সময় সিঙ্গেল নিতে কে বলল? কাল সবার সামনেই ওকে বলেছি, ওখানে সিঙ্গেল নিতে পাঠানো হয়নি তোমাকে। ছয় মারার খেলোয়াড় তো মিরাজ নয়। তোমাকে পাঠিয়েছি ছক্কা মারতে। তোমাকে মারতে হবে, ব্লক করেছ কেন? হয় মারবা, না হলে নাই! জিতে গেলে তো বেশি বলা যায় না!'


পাপনের বক্তব্যের পর স্বভাবতই ধারণা করা যাচ্ছে বুধবার ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে সাব্বিরকে ছাড়াই একাদশ সাজানোর পরিকল্পনা করতে যাচ্ছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। বুধবার রোহিত শর্মার দলের বিপক্ষে তাই সাব্বিরের পরিবর্তে দলে দেখা যেতে পারে বিপিএল মাতানো অলরাউন্ডার আরিফুল হককে। 


তবে শুধু সাব্বিরই নন, কপাল পুড়তে পারে পেসার তাসকিন আহমেদেরও। কেননা গত দুই ম্যাচে একেবারেই নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি তিনি। ভারতের বিপক্ষে ৩ ওভারে ২৮ রানে ১ উইকেট শিকার করলেও দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ছিলেন একেবারেই নিস্প্রভ।



promotional_ad

সেই ম্যাচে ১ উইকেট পেলেও ৩ ওভার হাত ঘুরিয়ে দিয়েছিলেন ৪০ রান। এরুপ হতাশাজনক পারফর্মেন্সের পর তাসকিনকে বিবেচনায় নাও রাখতে পারেন নির্বাচকেরা। সেক্ষেত্রে বুধবারের ম্যাচটিতে তাঁর পরিবর্তে দলে জায়গা হতে পারে আবু জায়েদ রাহি অথবা আবু হায়দার রনির। এছাড়া একাদশে আর কোনো পরিবর্তন আসছে না বলে আপাতদৃষ্টিতে ধারণা করা যাচ্ছে।


এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচে রিশাভ পান্তর পরিবর্তে লোকেশ রাহুলকে নিয়ে খেলতে নেমেছিলো ভারত। সেই ম্যাচে লঙ্কানদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিলো রোহিত শর্মার দল। সুতরাং উইনিং কম্বিনেশন ঠিক রাখতে বাংলাদেশের বিপক্ষেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তাদের।


উল্লেখ্য নিদাহাস ট্রফিতে ভারত বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা।  


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- 



তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি/ তাসকিন আহমেদ/আবু হায়দার রনি, রুবেল হোসেন, নাজমুল ইসলাম। 


ভারত একাদশ (সম্ভাব্য)-


রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিষ পান্ডে, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকাট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball