সাকিবের আক্ষেপ

ছবি:

দল যখন ২১৪ রানের লক্ষ্য তাড়া করে মহাকাব্যিক এক জয় ছিনিয়ে এনেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তখন সিডনিতে টিভির সামনে বসেছিলেন।
এখানে তারও থাকার কথা ছিল। হাতের ইনজুরির জন্যই শ্রীলংকা থেকে অনেক দূরে অবস্থান তার। তবে তাতে কি! দলকে অনুপ্রেরনা যোগাতে ভুলেন নি সাকিব আল হাসান।

'অভিনন্দন আমার দলকে এই রেকর্ড ব্রেকিং স্কোর তারা করার জন্য। আগামী ম্যাচ গুলোর জন্য রইলো অনেক অনেক শুভকামনা। একসাথে সেলিব্রেট করার মুহূর্তটুকু খুব মিস করছি। যাইহোক, বিশাল এই জয় আমাদের উৎসাহ যোগাবে আগামী দিনগুলোর জন্যে।'
ফেসবুকে এভাবেই নিজের দল প্রসঙ্গে এভাবেই লিখেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে একটা বিষয়ে খুশি হতেই পারেন সাকিব। তার ইনজুরিতে দলে ঢোকা লিটন দাসও গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন দলের জয়ে।
ওপেনিংয়ে নেমে তার ১৯ বলে পাঁচটি চার এবং দুটি ছক্কায় ৪৩ রানের ইনিংসটিই সাহস যোগায় দলের বাকি ব্যাটসম্যানদের। এদিনে মুশফিক খেলেন ৩৫ বলে ৭২ রানের এক বিধ্বংসী ইনিংস।