promotional_ad

বাংলাদেশের দায়িত্ব ছেড়ে স্বস্তিতে হাথুরুসিংহে

promotional_ad

দীর্ঘ ৩ বছর বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং করিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। এই সময়ের মাঝে বাংলাদেশ দলকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পেছনে যেমন তার অনেকাংশে অবদান রয়েছে ঠিক তেমনই নেতিবাচক দিক থেকেও যথেষ্ট সমালোচিত হয়েছিলেন তিনি। 




সর্বশেষ বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দিয়ে শ্রীলঙ্কার কোচ হিসেবে দায়িত্ব নেয়ায় আরেক দফা আলোচনায় এসেছিলেন হাথুরু। তবে হুট করে টাইগারদের দায়িত্ব ছেড়ে দেয়ার পেছনে যে বেশ কিছু প্রভাবক ছিলো সেটি সেসময়েই বোঝা গিয়েছিলো।





promotional_ad

এমনকি বাংলাদেশ দলের সাথে কাজ করেও তিনি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেননি এমনও ইঙ্গিত দিয়েছিলেন এর আগে। এবার আবারো দেশের শীর্ষ ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাথে আলাপকালে একই ইঙ্গিত দিয়েছেন তিনি।




সরাসরি কিছু না বললেও বাংলাদেশের দায়িত্ব ছেড়ে শ্রীলঙ্কার দায়িত্ব নেয়ায় যে অনেকটাই স্বস্তিতে আছেন হাথুরুর কথাতেই তা স্পষ্ট বোঝা গেল। হাথুরুসিংহে বলেছেন,  'আমি এখানে অনেক রিল্যাক্সে আছি। শ্রীলঙ্কায় কোচিং করানো সহজ। আপনি নিজেও মনে হয় বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি?'





হাথুরুর কথার প্রমাণ অবশ্য কাজেও পাওয়া গিয়েছে অনেকখানি। যে শ্রীলঙ্কা বাংলাদেশ সফরে যাওয়ার আগে ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে বিপর্যস্ত অবস্থায় ছিলো তারাই হাথুরুর অধীনে বাংলাদেশে এসে দারুণ খেলেছে।




শুধু তাই নয়, এবার নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে সেই ভারতকেই হারিয়ে সিরিজের শুভসূচনা করেছে তারা। সুতরাং হাথুরুসিংহে যে নিজের কাজটি ভালোই উপভোগ করছেন তা সহজেই বোঝা যাচ্ছে।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball