বেয়ারস্টোর সেঞ্চুরিতে সিরিজ জয় ইংলিশদের

ছবি:

ক্রাইস্টচার্চে সিরিজের পঞ্চম এবং শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-৩ ব্যবধানে জিতল সফরকারি ইংল্যান্ড।
এদিনে টসেও জিতেছিল ইংল্যান্ড। স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠালে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। একপাশে কেবল থিতু হয়ে ছিলেন ওপেনার মার্টিন গাপটিল।
৪৭ রান করে দলীয় ৭৯ রানের সময় পঞ্চম উইকেট হিসেবে ফিরে যান গাপটিলও। এরপরে শেষদিকে হেনরি নিকোলস (৮১ বলে ৫৫) এবং মিচেল স্যান্টনারের (৭১ বলে ৬৭) দায়িত্বশীল জুটিতে ২২৩ রানের মাঝারি সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড।
ইংলিশ বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন আদিল রাশিদ এবং ক্রিস ওকস। ২২৪ রানের সহজ লক্ষ্যের জন্য ব্যাট করতে নেমে ওপেনার জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে (৬০ বলে নয়টি চার এবং দুটি ছক্কায় ১০৪) সহজ জয় পায় ইংল্যান্ড।

আরেক ওপেনার অ্যালেক্স হেলসের ব্যাট থেকে আসে ৭৪ বলে ৬১ রান। কিউইদের হয়ে সোধি, বোল্ট এবং সান্টনার একটি করে উইকেট লাভ করেন।
ইংল্যান্ড একাদশ-
জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, টম কুরান, মার্ক উড।
নিউজিল্যান্ড একাদশ-
মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম (উইকেটরক্ষক), মার্ক চাপম্যান, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।