আফগান বোর্ড সভাপতির ক্ষমা প্রার্থনা

ছবি:

বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভালো অবস্থানে নেই রাশিদ খানের আফগানিস্তান। গ্রুপ পর্বেই এশিয়ার এই দলটি টানা তিন ম্যাচে পরাজয় বরন করে নিয়েছে। আর তাতে বিশ্বকাপ খেলার সম্ভাবনাও কমে গিয়েছে তাদের।
বৃহস্পতিবারের ম্যাচে দুর্বল দল হংকংয়ের কাছে ৩০ রানে ম্যাচ হেরেছে তারা। হংকংয়ের করা আট উইকেটে ২৪১ রানের জবাবে বৃষ্টিবিঘ্নিত ইনিংসে নয় উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ নিয়ে আফগানিস্তান।

বৃষ্টির কারণে ৪৬ ওভারে খেলা শেষ করা আফগানদের মধ্যে সর্বোচ্চ ৪০* রান করেন আফগানিস্তানের দৌলত জাদরান। এদিকে নয় ওভারের স্পেলে ৩৩ রানে চার উইকেট নেন হংকংয়ের পাকিস্তানি বংশোদ্ভূত অফস্পিনার এহসান খান।
এদিকে এই হারে এক টুইটার বার্তায় আফগান সমর্থকদের কাছে ক্ষমা চান আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সভাপতি শফিক স্তানিকজাই। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন,
'বিশ্বকাপ কোয়ালফায়ারে যা ঘটলো তা দেখে আমার বুক ফেটে যাচ্ছে, আমি খুবই হতাশ এবং অত্যন্ত দুঃখিত। তবে আমরা জাতীর নায়কদের (ক্রিকেট দল) পাশে রয়েছি এবং তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি।'