সাব্বির কি ছিলেন, কি হলেন

ছবি:

টি-টুয়েন্টি স্পেসালিস্ট হিসেবে খ্যাত টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান। যে কোন সময় ম্যাচের মোড় পাল্টে দেয়ার ক্ষমতা রাখেন এই ডানহাতি ব্যাটসম্যান।
কিন্তু বিগত ২ বছর ধরে নিজেকে মেলে ধরতে পারছেন না এই ক্রিকেটার। মাঠ এবং মাঠের বাইরে বিতর্কে জড়ানোর পাশাপাশি প্রভাব পড়েছে তার খেলার উপরেও।
টি-টুয়েন্টি ফরম্যাটে অভিষেকের পর থেকে নামের প্রতি সুবিচার করেছেন তিনি। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এই ফরম্যাটে তার পারফর্মেন্স চোখে পড়ার মত।

এই ৬ বছরে সব ধরণের টি-টুয়েন্টি মিলিয়ে মোট ৯৮টি ম্যাচ খেলেছেন সাব্বির। যেখানে ৮৯ ইনিংসে তার মোট রান ২০৯৪। ২৯.০৮ গড়ে এই ফরম্যাটে রান করেছিলেন তিনি।
যেখানে রয়েছে ১০টি ফিফটি এবং ১টি সেঞ্চুরি। রাজশাহী কিংসের জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লীগে ডানহাতি এই হার্ড হিটার খেলেছিলেন ১২২ রানের অসাধারণ এক ইনিংস।
কিন্তু ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত তার পারফর্মেন্স খুবই হতাশাজনক। মাত্র ১টি ফিফটির মালিক সাব্বির এই ফরম্যাটে রান করেছেন মাত্র ৩৯৪। ২০ ইনিংসে ২০.৭৩ গড়ে এই রান করেছেন তিনি।
এছাড়াও স্ট্রাইক রেটেও প্রভাব পড়েছে তার। মোট ১০৯ ইনিংসে ১১ফিফটি এবং ১টি শতকের সাহায্যে ২৪৮৮ রানের মালিক তিনি। তার মোট ব্যাটিং গড় ২৭.৩৪।