পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন রাবাদার

ছবি:

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনটি নিজের করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের একাই নাকানি চুবানি খাইয়েছেন এই পেসার।
তার এক স্প্লেলে লন্ডভন্ড হয়েছে অস্ট্রেলিয়ার মিডেল অর্ডার। সাজঘরে ফিরিয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ, মার্শ ব্রাদার্স, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ককে। নিয়েছেন ৫ উইকেট ৫১ রান খরচায়।
যদিও প্রথম স্পেলে উইকেট শুন্য ছিলেন তিনি। প্রথম দিন শেষে মাত্র ২৪৩ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ রান এসেছে ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে ৬৩।

দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন উইকেট রক্ষক টিম পেইন। ১৬১ রান থেকে ২৪৩ রান পর্যন্ত মোট ৭ ব্যাটসম্যানকে হারিয়েছে অস্ট্রেলিয়া। যার পাঁচটি একাই নেন রাবাদা।
এছাড়াও আরেক পেসার লুঙ্গি এনগিডি নিয়েছেন ৩টি উইকেট। এদিকে দিন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৯ রানে ১ উইকেট। প্যাট কামিন্সের বলে ১১ রান করে আউট হয়েছেন ওপেনার এইডেন মার্করাম।
আরেক ওপেনার ডিন এলগার ১১ এবং নাইট ওয়াচম্যান কাগিসো রাবাদা অপরাজিত আছেন ১৭ রান নিয়ে। ৯ উইকেট হাতে রেখে ২০৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবে স্বাগতিকরা।
এদিন অবশ্য প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। সিরিজে ইতিমধ্যে প্রথম টেস্ট জিতে ১-০ তে এগিয়ে আছে সফরকারীরা।