বাংলাদেশের পুনর্জন্মের তিন বছর

ছবি:

টাইগার পেসার রুবেল হোসেনের বলে বোল্ড হলেন ইংলিশ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসন। মুহূর্তের মধ্যে অ্যাডিলেডের মাঠে টাইগার ক্রিকেটারদের সাথে সাথে সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস।
তখনি কমেন্ট্রি বক্সে থাকা ইংলিশ সাবেক অধিনায়ক নাসির হোসাইন বলে উঠলেন 'দা বাংলাদেশ টাইগার্স হ্যাভ নকড দা ইংল্যান্ড লায়ন্স আউট অফ দা ওয়ার্ল্ড কাপ'।
প্রথম বারের মত বিশ্বকাপের মত বড় আসরে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো মাশরাফি বিন মর্তোজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আর বিশ্বকাপ থেকে বিদায় নিলো ইয়ন মরগানের ইংল্যান্ড।

সেদিন থেকেই বদলে গেল ক্রিকেট মানচিত্রে বাংলাদেশের পরিচয়। সঙ্গে বদলে গেল বাংলাদেশও। ২০১৫ সালের ৯ই মার্চ আজ থেকে ঠিক তিন বছর আগের ঘটনা এটি।
ক্রিকেট বিশ্ব চিনল নতুন এক বাংলাদেশকে। ছোট দল থেকে বড় দলে পরিণত হওয়ার যাত্রা শুরু হলো এখান থেকেই। সামনে থেকে নেতৃত্ব দিলেন কাপ্তান মাশরাফি। সঙ্গে ছিলেন তামিম-সাকিব সহ স্কোয়াডে থাকা আরও ১২ জন ক্রিকেটার।
এ গ্রুপের সেই ম্যাচে সেদিন জয়ের নায়ক ছিলেন তিনজন বাংলাদেশী। প্রধান নায়ক সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদ, তার সঙ্গী হিসেবে ছিলেন মুশফিকুর রহিম। আর বল হাতে উজ্জ্বল ছিলেন রুবেল হোসেন।
বিশ্বকাপের আসরে প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদ ১০৩ এবং মুশফিকের ৮৯ রানের উপর ভর করে স্কোরবোর্ডে ৭ উইকেট হারিয়ে ২৭৫ যোগ করলো বাংলাদেশ। আর ইংলিশরা থামলো ২৬০ রানে।
১৫ রানের সেই জয় আজও হাসি এনে দেয় হাজারো ক্রিকেট ভক্তের মুখে। হাথুরুসিংহের অধীনে বদলে যাওয়া বাংলাদেশের হয় নতুন জন্ম। আজ এই নতুন বাংলাদেশের ৩ বছর পূর্তি হল। এগিয়ে যাও টাইগাররা।