দুই নাইমে জিতলো রুপগঞ্জ

ছবি:

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ৪৭ তম ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে খেলতে নেমেছিল নাজিমুদ্দিনের খেলাঘর সমাজ কল্যাণ সমিতি এবং নাইম ইসলামের লিজেন্ডস অফ রুপগঞ্জ।
বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে রবিউল ইসলাম রবির দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করেছে খেলাঘর। রবির ১১৬ রানের ইনিংসটি ছাড়াও ৮০ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আব্দুল মজিদ এবং সালাউদ্দিন পাপ্পু মিলে যোগ করেন ৭৮ রান। পাপ্পু ৩৫ রান করে বিদায় নিলে মজিদ ফেরেন ৪১ রানে।
এরপর অবশ্য রুপগঞ্জের হাল ধরেন মোহাম্মদ নাইম এবং নাইম ইসলাম। দুজন মিলে ১৪৪ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে জাওয়ার পাশাপাশি তুলে নেন ফিফটি।

শেষের দিকে নাইম ইসলাম ৭০ এবং মোহাম্মদ নাইম ৮২ রান করে বিদায় নিলেও ৬ উইকেটের জয় তুলে নেয় রুপগঞ্জ। খেলাঘরের পক্ষে আশক মেনেরিয়া নেন ২টি উইকেট।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি-
সাদিকুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, আল মেনেরিয়া, মাসুম খান, মইনুল ইসলাম, নাজিমুদ্দিন (অধিনায়ক), রাফসান আল মাহমুদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ।
লিজেন্ডস অফ রুপগঞ্জ-
আব্দুল মজিদ, সালাউদ্দিন পাপ্পু, নাইম ইসলাম (অধিনায়ক), পারভেজ রসুল, নাজমুল হোসেন মিলন, মোহাম্মদ নাইম, তুষার ইমরান, মোহাম্মদ শহীদ, আসিফ হাসান, মোহাম্মদ শরীফ, মোশাররফ হোসেন।