ভারতীয় ক্রিকেটারের অনুপ্রেরণা তামিম

ছবি:

জাতীয় দলে ঢুকতে পারেননি ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান উদয় কোল। তবে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে পাঁচটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লীগে শাইনপুকুর দলের হয়ে খেলা এই ব্যাটসম্যান সপ্ন দেখেন জাতীয় দলে জায়গা করে নেওয়ার। আন্তর্জাতিক অঙ্গনেও আছে বেশ কয়েকজন পছন্দের ক্রিকেটার।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মাশরাফি বিন মর্তুজাকে ভীষণ পছন্দ করেন তিনি। তবে আইডল বানিয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল খানকে। ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন,

'তামিম ইকবালের খেলা আমাকে অনু???্রানিত করে। ঘরের মাটিতে বাংলাদেশের সব ক্রিকেটার ভালো খেলে। তবে বিদেশের মাটিতে বাংলাদেশ যখনই যায় তামিম ইকবাল তখনই দারুণ খেলেন। তিনি সত্যিই অসাধারণ।'
একইদিনে কথা বলেছেন জাতীয় দলের ম্যানেজার ও শাইনপুকুরের মালিক খালেদ মাহমুদ সুজনকে নিয়েও। নানান কারণে সবসময় বিতর্কে থাকা সুজনকে অন্য চোখে দেখেন ৩২ বছর বয়সী কোল।
'সুজন ভাই দারুণ একজন মানুষ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পেয়ে অবশ্যই ভাগ্যবান। তিনি সবসময় দলকে সাহায্য করেন। যে দলকেই তিনি কোচিং করান, তারাই ভালো করে। আমি যখন থেকে তাকে দেখছি, তখনকার কথা বললাম।'