রবিউলের সেঞ্চুরিতে খেলাঘরের চ্যালেঞ্জিং স্কোর

ছবি:

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ৪৭ তম ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে খেলতে নেমেছে নাজিমুদ্দিনের খেলাঘর সমাজ কল্যাণ সমিতি এবং নাইম ইসলামের লিজেন্ডস অফ রুপগঞ্জ।
বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে রবিউল ইসলাম রবির দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করেছে খেলাঘর। রবির ১১৬ রানের ইনিংসটি ছাড়াও ৮০ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
আর এই দুই ব্যাটসম্যানের দারুণ দুটি ইনিংসেই বড় পুঁজি পেয়েছে খেলাঘর। বাকি ব্যাটসম্যানদের মধ্যে অমিত মজুমদার ১৬ এবং এবং মাসুম খান ১৯ রান করতে সক্ষম হন। রুপগঞ্জের পক্ষে মোশাররফ হোসেন, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ শরীফ এবং আসিফ হাসান প্রত্যেকে ১টি করে উইকেট শিকার করেছেন।
এদিন দিনের শুরুতে খেলতে নেমে দলীয় ৮ রানের মাথায় ওপেনার সাদিকুর রহমানের উইকেটটি হারিয়ে বসে খেলাঘর। উইকেট রক্ষক সালাউদ্দিন পাপ্পুর হাতে তাঁকে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠিয়েছেন মোশাররফ হোসেন। এরপর অঙ্কন এবং রবির ১৮১ রানের জুটিতে ভর করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় খেলাঘর।

১৯০ রানের মাথায় অঙ্কনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করে দেন আসিফ হাসান। তবে ৮০ রান করে অঙ্কন সেঞ্চুরি মিস করলেও দুর্দান্ত ব্যাটিং করে নিজের সামর্থ্যের জানান আরো একবার দেন রবি।
মোহাম্মদ শরিফের প্রথম শিকার হয়ে ফেরার আগে ১১৬ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন তিনি। ফলে শেষ পর্যন্ত ২৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় খেলাঘর দলটি।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি-
সাদিকুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, আল মেনেরিয়া, মাসুম খান, মইনুল ইসলাম, নাজিমুদ্দিন (অধিনায়ক), রাফসান আল মাহমুদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ।
লিজেন্ডস অফ রুপগঞ্জ-
আব্দুল মজিদ, সালাউদ্দিন পাপ্পু, নাইম ইসলাম (অধিনায়ক), পারভেজ রসুল, নাজমুল হোসেন মিলন, মোহাম্মদ নাইম, তুষার ইমরান, মোহাম্মদ শহীদ, আসিফ হাসান, মোহাম্মদ শরীফ, মোশাররফ হোসেন।