promotional_ad

জ্বলে উঠতে পারেন যারা

promotional_ad

নিদাহাস ট্রফিতে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে।


ম্যাচটিতে জয়ের জন্য মুখিয়ে থাকবে শক্তিশালী ভারত। কেননা সিরিজের প্রথম ম্যাচটিতে হেরেছে রোহিত শর্মার দল। অপরদিকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশও। দুই দলে সকলেই চাইবে নিজেদের সেরা ক্রিকেট উপহার দিতে। তারপরেও বিশেষ নজরে থাকবেন এদের কেউ কেউ। 


বাংলাদেশঃ-


সৌম্য সরকারঃ- প্রস্তুতি ম্যাচে শুন্য রানে আউট হলেও ওপেনিংয়ে দলের ভরসার প্রতীক সৌম্য সরকার। টি-টুয়েন্টিতে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের অন্যতম কাণ্ডারি তিনি। 


ক্যারিয়ারের ২৮ ইনিংসে ১৩০ এর মতো স্ট্রাইক রেটে ৫৮৫ রান করা সৌম্য যদি এই ম্যাচেও বাংলাদেশকে সূচনা এনে দিতে পারেন, তবে পেছনে ফিরে তাকাতে হবে না বাংলাদেশকে।



promotional_ad

মাহমুদুল্লাহ রিয়াদঃ- প্রস্তুতি ম্যাচেও ২৭ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়াও ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন সফল।


শেষবার খেলা দুইটি টি-টুয়েন্টিতে সিলেট এবং ঢাকায় যথাক্রমে ৪১ এবং ৪৩ রানের দারুণ দুইটি ইনিংস ছিল তার। সব মিলিয়ে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে এই মুহূর্তে দারুণ ফর্মে রিয়াদ। সঙ্গে তার চৌকস নেতৃত্ব তো আছেই!  


মুস্তাফিজুর রহমানঃ- টি-টুয়েন্টি ফরম্যাটে ৬.৫৫ ইকোনমি রেটে বল করা মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে দেশসেরা টি-টুয়েন্টি পেসার। ভারতের বিপক্ষে ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়েই শুরু করেছিলেন নিজের ক্যারিয়ার।


আর তাই প্রিয় প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ভালো করতে মুখিয়ে থাকবেন তিনি। আর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ছয়বার মোকাবেলা করে পাঁচবারই আউট করেছেন মুস্তাফিজ। কাজেই লড়াইয়ের বাইরে লড়াই দেখা যেতে পারে এই ম্যাচে।


ভারতঃ-



শিখর ধাওয়ানঃ- নিদাহাস ট্রফির প্রথম ম্যাচেই ধাওয়ান করেছিলেন ৪৯ বলে ৯০ রান। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে থাকা ধাওয়ান আতঙ্ক হতে পারেন টাইগার বোলারদের জন্য।


রোহিত শর্মাঃ- বাংলাদেশকে পেলে সবসময়ই ভালো খেলেন রোহিত শর্মা। অবশ্য মুস্তাফিজুর রহমানে কিছুটা দুর্বলতা আছে তার। সেটা কাটিয়ে উঠতে পারলে টাইগারদের বিপক্ষে থামান কঠিন হবে তাকে।


যুবেন্দ্র চাহালঃ- লেগ স্পিনে টাইগার ব্যাটসম্যানদের দুর্বলতা সবসময়ই ছিল। আর একারনে টাইগার স্কোয়াড ধসিয়ে দেয়ার ক্ষমতা রাখেন চাহাল। আর সাম্প্রতিক ফর্মেও ভয়ঙ্কর তিনি!




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball