পাল্লা ভারী ভারতের

ছবি:

১৯ মার্চ ২০১৫ সাল, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও সেবার ক্রিকেট বিশ্বকে নিজেদের সামর্থ্যের প্রমান ঠিকই দিয়েছিল বাংলাদেশ দল।
যদিও বাংলাদেশের সেদিনের এই হারকে ভুলতে পারেনি ক্রিকেট ভক্তরা। কারণ সেই ম্যাচে রোহিত শর্মা আউট হলেও সেটাকে নো বল দেন আম্পায়ার। এছাড়াও আম্পায়ারের বেশ কয়েকটি সিদ্ধান্ত যায় টাইগারদের বিপক্ষে।
এরপরের বছর আবারও এই মার্চ মাসেই ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপে অঘটনের শিকার হয় বাংলাদেশ দল। ২৩ মার্চ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ২ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় টাইগাররা।

এসব স্মৃতি মাথায় নিয়েই আবারও মার্চেই ভারতের বিপক্ষে খেলতে নামছে টাইগাররা। যদিও ভারত তাদের পূর্ণ শক্তির দল নিয়ে আসেনি তারপরও পাল্লাটা ভারী তাদের দিকেই।
বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচটি টি টোয়েন্টির সবকয়টিতেই জয়ের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। সুতরাং আজকের ম্যাচে যে ভারতই ফেভারিট তা নিঃসন্দেহেই বলা যায়।
এদিকে বাংলাদেশ-ভারতের আজকের উইকেট হবে ব্যাটিং বান্ধব এমনটাই ইঙ্গিত দিয়েছেন পিচ কিউরেটর। আর এখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করলে সুবিধা বেশী কারণ স্কোরবোর্ডে ১৮০-২০০ রান তোলার পরও হেরে বসতে পারে যে কেউই।