সাইফুদ্দিন-শুভাগতর নৈপুণ্যেও বড় স্কোর সানিদের

ছবি:

ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মুখোমুখি হয়েছে শুভাগত হোমের শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং ইলিয়াস সানির শেখ জামাল।
এই ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শেখ জামাল অধিনায়ক ইলিয়াস সানি। এরপর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সৈকত আলি এবং হাসানুজ্জামান মিলে ভালো সূচনা করলেও ৩৭ রানের মাথায় শেখ জামাল শিবিরে প্রথম আঘাত হানেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
২৩ রান করা ওপেনার সৈকতকে নাইম ইসলাম জুনিয়রের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তিনি। এরপর মাত্র এক রানের ব্যবধানে নতুন ক্রিজে নামা ভারতীয় ব্যাটসম্যান জালাজ সাক্সেনাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন সুজন হাওলাদার।

সাক্সেনার বিদায়ে সাময়িক বিপদে পড়লেও ইতিমধ্যে হাসানুজ্জামান এবং জিয়াউর রহমানের ব্যাটে উঠে দাঁড়ায় শেখ জামাল ধানমন্ডি দলটি। এই দুই ব্যাটসম্যান ১১৩ রানের বড় একটি জুটি গড়েন। আর এর মাধ্যমে জিয়া এবং হাসান উভয়েই তুলে নেন হাফসেঞ্চুরি।
তবে হাফসেঞ্চুরির পর বেশিক্ষণ আর ক্রিজে থাকতে পারেননি হাসানুজ্জামান। মাত্র ৫৬ বলে ৬১ রান করে আফিফ হোসেনের প্রথম শিকার হয়ে ফিরতে হয়েছে তাঁকে। হাসানের বিদায়ে এরপর জিয়াউরের সাথে ব্যাটিংয়ে যোগ দিয়েছেন অধিনায়ক ইলিয়াস সানি।
এরপরে ৭৯ রানের মাথায় সুজনের বলে উইকেট দিয়ে আসেন জিয়াউর রহমান। ২৮ রানে ফিরে যান ইলিয়াস সানিও। এরপরে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ছোটো ছোটো কিছু সংগ্রহে ২৬২ রান করে শেখ জামাল।
অবশ্য ইনিংসের এক বল বাকি থাকতেই সব কয়টি উইকেট হারায় দলটি। শাইনপুকুরের বোলারদের মধ্যে দুইটি করে উইকেট পান মোহাম্মদ সাইফুদ্দিন, সুজন হাওলাদার, শুভাগত হোম ও আব্দুল গাফফার।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব- সাদমান ইসলাম, উদয় কাউল, ফারদিন হাসান অনি, তৌহিদ হৃদয়, আব্দুল গাফফার, আফিফ হোসেন, শুভাগত হোম (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, নাইম ইসলাম জুনিয়র, রায়হান উদ্দিন, সুজন হাওলাদার।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব- সৈকত আলি, হাসানুজ্জামান, জালাজ সাক্সেনা, জিয়াউর রহমান, সোহাগ গাজি, ইলিয়াস সানি (অধিনায়ক), তানবির হায়দার, কাজি কামরুল ইসলাম, মাহমুদুল হক, রবিউল হক, সাজেদুল ইসলাম।