promotional_ad

ভারতের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

promotional_ad

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির মিশন শুরু করতে যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। 


দেশের মাটিতে কিছুদিন আগেই শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হতে হয়েছিলো বাংলাদেশকে। লঙ্কানদের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডেতে কিছুটা লড়াই করতে পারলেও টি টোয়েন্টি সিরিজে খুব একটা সুবিধা করতে পারেনি টাইগাররা।


দুই ম্যাচেই বড় ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হয়েছিলো তাদের। গত সিরিজের সেই দুঃসহ স্মৃতি ভুলতে তাই নিদাহাস ট্রফিতে ভালো কিছু করে দেখাতে বদ্ধপরিকর লাল সবুজের বাংলাদেশ।


আজ ভারতের বিপক্ষে ভালো খেলতে পারলেই হয়তো হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে বাংলাদেশ। তবে সেই লক্ষ্যে তারা কতটা সফল হবে সেটি অবশ্য বোঝা যাবে আজকের ম্যাচের পরেই।


অবশ্য রোহিত শর্মার টিম ইন্ডিয়ার বিপক্ষে যথেষ্ট আটঘাট বেঁধেই যে নামতে হবে বাংলাদেশকে তা সহজেই অনুমেয়। কারণ এখন পর্যন্ত মোট ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল যেখানে প্রতিবারই জয়ী হয়েছে ভারত।  সুতরাং আজ নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামার পাশাপাশি মাঠেও শতভাগ ঢেলে দিতে হবে টাইগারদের।


আজকের ম্যাচে প্রেমাদাসার উইকেট গত ম্যাচের মতোই ব্যাটিং সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৭০ ঊর্ধ্ব স্কোর গড়েও ভারতকে হারতে হয়েছিলো ৫ উইকেটের ব্যবধানে। আজকের ম্যাচেও তাই ব্যাটিং উইকেট পাওয়ার প্রত্যাশা করছে দুই দল।   



promotional_ad

এদিকে উইকেটের কথা মাথায় রেখে সিনিয়র এবং জুনিয়রদের মিশেলে একাদশ গঠন করতে পারে টিম ম্যানেজমেন্ট বলে জানা গেছে। মূলত আজ একাদশে তিন স্পেশালিষ্ট পেসার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। 


শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে দুই পেস তারকা রুবেল হোসেন এবং তাসকিন আহমেদ দারুণ বোলিং করে ২ উইকেট শিকার করেছিলেন। সুতরাং আজ তাদের প্রতি বাড়তি নজর থাকবে নির্বাচকদের। আর অটো চয়েজ মুস্তাফিজুর রহমান তো থাকছেনই। পাশাপাশি একাদশে জায়গা হতে পারে অলরাউন্ডার আরিফুল হকের যিনি মিডিয়াম পেস করতেও পারদর্শী।  


অপরদিকে স্পেশালিষ্ট স্পিনার হিসেবে একাদশে আসতে পারেন নাজমুল ইসলাম অপু। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া অপুও প্রস্তুতি ম্যাচে ভালো বোলিং করেছিলেন। সুতরাং তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল।


এদিকে প্রস্তুতি ম্যাচে ১৮ বলে ৪০ রানের ঝড়ো একটি ইনিংস খেলার কারণে উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসকে রাখা হতে পারে একাদশে। এছাড়াও  দলের অটোম্যাটিক চয়েজ হিসেবে থাকবেন তামিম, মুশফিক এবং রিয়াদ। একাদশে হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। 


অপরদিকে গত ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হলেও অপরিবর্তিত একাদশ নিয়েই আগামীকাল মাঠে নামার সম্ভাবনা রয়েছে ভারতের। 


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-



তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেট রক্ষক), আরিফুল হক, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন,  নাজমুল ইসলাম অপু।


ভারত একাদশ (সম্ভাব্য)-


রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মনিষ পান্ডে, রিশাভ পান্ত, দীনেশ কার্তিক (উইকেট রক্ষক), ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকাট, যুবেন্দ্র চাহাল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball