শ্রীলঙ্কায় দলের সঙ্গে সাকিব

ছবি:

চোটের কারণে আসন্ন নিদাহাস ট্রফিতে অংশ নিতে পারছেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু খেলতে না পারলেও ক্রিকেটারদের উৎসাহ যোগাতে ঠিকই শ্রীলংকা গিয়েছেন এই অলরাউন্ডার।
জাতীয় দলে থাকা সব ক্রিকেটারকে উৎসাহ দিতে মঙ্গলবার দুপুরেই কলম্বোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সাকিব। সেখানে দলের সঙ্গে দুইদিন থাকার পর আঙ্গুলের চিকিৎসার জন্য যাবেন অস্ট্রেলিয়ায়।
মঙ্গলবার দিন শ্রীলঙ্কায় পৌঁছানোর পরে বুধবার দিন সকালে দলের সঙ্গে অনুশীলনে ছিলেন তিনি। ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ সহ দলের বাকী সবাই তাকে পেয়ে দারুণ খুশি। বুধবারের সাংবাদিক সম্মেলনে রিয়াদ জানান,

"হ্যাঁ, সাকিব শ্রীলঙ্কায়। গতকাল এসেছে। দলের সঙ্গে আছে। তাকে দলের সঙ্গে পাওয়া দারুণ ব্যাপার। সে এখানে এসেছে দলকে কিছু বলতে। তাকে পেয়ে আমরা অনুপ্রাণিত।"
এদিকে তার আঙুলের চিকিৎসাজনিত সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেয়া হয়েছে অস্ট্রেলিয়ায়। সেখানকার অভিজ্ঞ একজন অর্থোপেডিক সার্জনের অ্যাপয়েনমেন্ট নেয়ার চেষ্টা চালাচ্ছে বিসিবি।
অন্যদিকে সাকিবের বদলি হিসেবে টি-টুয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। বৃহস্পতিবার সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল।