বাংলাদেশে নজর ভারতের

ছবি:

নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে শ্রীলংকার সামনে দাঁড়াতেই পারেনি রোহিত শর্মার দল। প্রথম টি-টুয়েন্টিতে পাঁচ উইকেটে হেরে ব্যাকফুটে চলে গিয়েছে তারা।
টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বপ্ন দেখা ভারতের অধিনায়ক রোহিত শর্মা এখনই শেষ দেখছেন না নিজেদের। তার বিশ্বাস তার দল দ্রুতই ঘুরে দাঁড়াবে।
তিনি মনে করেন সঠিক পরিকল্পনা কাজে লাগাতে পারলেই পরের ম্যাচগুলোতে জয় পাওয়া সম্ভব। ম্যাচ শেষে জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে জিতেই সিরিজে ফিরতে চান তারা। তিনি বলেন,

'প্রথম ম্যাচ থেকে তাঁদের শিক্ষা নিতে হবে। আমরা আজ পরিকল্পনাগুলো ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারিনি। এই ভুলগুলোর থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
আর এই ধরনের পিচে ব্যাটিংটা খুব শক্তিশালী হওয়া দরকার। আমাদের ব্যাটিং গভীরতা কিন্তু খুব ভাল। দলে কয়েক জন অলরাউন্ডারও আছে। আশা করি, পরের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারব।'
উল্লেখ্য যে, বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।