অধিনায়ক হয়েই প্রত্যাবর্তন গম্ভীরের

ছবি:

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এগারো তম আসরের সবগুলো দলের অধিনায়কের নামই ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে। কেবল দিল্লী ডেয়ারডেভিলস দলের অধিনায়ক কে হবেন-- এটাই জানা ছিল না মিডিয়ার।
এবার সেটাও জানা গেলো। গৌতম গম্ভীর এবার সামলাবেন দিল্লী ডেয়ারডেভিলসের ডাগআউট। যদিও এবারই দিল্লীর অধিনায়ক হিসেবে প্রথম নন গম্ভীর, কলকাতায় যাওয়ার আগেও দলটির অধিনায়কত্ব করেছিলেন তিনি (দিল্লীর হয়ে খেলেছিলেন তিন বছর)।
উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে গম্ভীরের প্রতি আগ্রহ দেখায়নি তার সাবেক দল কলকাতা নাইট রাইডার্স। বরঞ্চ ২ কোটি ৮০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় তারই পুরনো দল দিল্লী। আর অনুমান করা যাচ্ছিলো দিল্লীর নেতৃত্ব দেবেন গম্ভীর, এবার সেটাই হল।
এদিকে আইপিএলের বাকী দলগুলোর মধ্যে চেন্নাই সুপার কিংস দলের নেতৃত্ব দিবেন মহেন্দ্র সিং ধোনি। এরপরে মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ানস দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। আর রাজস্থান রয়ালস দলের নেতৃত্ব দিবেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

এছাড়াও বিরাট কোহলি দেবেন রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নেতৃত্ব। আর সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ দলের নেতৃত্ব দেবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
এই পাঁচজন যে এই পাঁচ দলের অধিনায়কত্ব করবেন সেটা বোঝা যাচ্ছিলো আগে থেকেই। কেননা এদের সবাইকে নিলামে না তুলে আগে থেকেই দলে রেখে দিয়েছিলো সংশ্লিষ্ট ফ্রেঞ্চাইজিগুলো।
তবে নিশ্চিত হওয়া যাচ্ছিলো না বাকী তিন দলের অধিনায়কদের নিয়ে। শেষমেশ সেটাও নিশ্চিত হওয়া গেলো। কিংস ইলেভেন পাঞ্জাব তাদের অধিনায়ক হিসেবে রবিচন্দন অশ্বিনের নাম ঘোষণা করেছে।
এছাড়া কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকছেন দিনেশ কার্তিক। আর আর কলকাতার সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর এবার সামলাবেন দিল্লী ডেয়ারডেভিলসের ডাগআউট।