'শুরুটা নিদাহাস ট্রফি দিয়েই হোক'

ছবি:

নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশকে ৪১ রানে হারিয়েছে বাংলাদেশ।
কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ ২০ ওভারে করেছিল ১৮৬ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষরা গুটিয়ে যায় মাত্র ১৪৫ রান স্কোরবোর্ডে তোলার পর।
এদিকে মঙ্গলবার বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন উইকেট রক্ষক মুশফিকুর রহিম। তার ৪৪ বলে ৬৫ রানের উপর ভর করেই ভালো পূঁজি পায় টাইগাররা। আর ম্যাচ শেষে এমন ইনিংস খেলার পর ডানহাতি এই ব্যাটসম্যান কথা বলেছেন ডেইলি স্টারের সঙ্গে।

সেখানে মুশফিক জানিয়েছেন, যেকোন ফরম্যাটে খেলার জন্য টেকনিক খুব গুরুত্বপূর্ণ। তাই এই নিদাহাস ট্রফি দিয়েই এই ফরম্যাটে নিজেদেরকে ক্রিকেট বিশ্বের সামনে ভিন্নভাবে তুলে ধরতে মরিয়া বাংলাদেশ দল মুশফিক বলেন,আপনি যে ফরম্যাটই খেলেন না কেন টেকনিকের উপরই সব।
বোলারকে বুঝতে পারার পাশাপাশি ফুট মুভমেন্টের দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে।আপনার যদি যথেষ্ট শক্তি থাকে তাহলে এটা একটা বাড়তি সুবিধা হিসেবে কাজ কবে। কিন্তু মাসেলে শক্তি থাকলেই যে সব বল মাঠের বাইরে যাবে সেটাও ভুল।
'এছাড়াও টাইগারদের সাবেক এই অধিনায়ক মনে করেন, টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে দ্রুত মানিয়ে নিতে হবে। ওয়ানডের মত এই ফরম্যাটেও দ্রুত উন্নতি করতে চান তারা।
তিনি আরও জানান,'টি-টুয়েন্টি খুব অল্প সময়ের খেলা যেখানে বোলাররা সব সময়ই নতুন কিছু দিয়ে আপনাকে চমকে দেয়ার চেষ্টা করবে কিন্তু একজন ব্যাটসম্যান হিসেবে আপনাকে শুরু থেকেই পিচের ধরণ বুঝে তারপর খেলতে হবে।আমরা নিয়মিত ভাবে টি-টুয়েন্টি খেলিনা। যত বেশী খেলবো ততো দ্রুত এই ফরম্যাটে নিজেদেরকে পারদর্শী করে তুলতে পারবো যেভাবে আমরা ওয়ানডেতে হয়েছি।