promotional_ad

চার বছর পর টেস্ট দলে রাজ্জাক

promotional_ad

ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের। তার পরিবর্তে শনিবারই দলে নেয়া হয়েছে তানবীর হায়দার ও সানজামুল ইসলামকে।




এবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজ্জাককে চট্টগ্রাম টেস্টের দলে নেওয়ার কথা জানায়।




রোববার সন্ধ্যাতেই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই বাঁহাত স্পিন তারকা। রাজ্জাক জাতীয় দলের সাদা পোষাক গায়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই চট্টগ্রামেই, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে। কাকতালীয় ভাবে প্রতিপক্ষ সেবারও ছিল শ্রীলঙ্কা।



promotional_ad



রাজ্জাককে নিয়ে প্রথম টেস্টের বাংলাদেশ দলে এখন স্পিনারের ছড়াছড়ি। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান ছিলেন আগেই। এই দুই দিনে যোগ হলেন আরও তিনজন। ফলে বাংলাদেশের স্কোয়াড দাঁড়ালো ১৬ জনে।




গত চার বছর ধরে জাতীয় দলের আঙিনায় না থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বল হাতে আলো ছড়িয়েছেন রাজ্জাক। কদিন আগেই প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে  ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি স্পিনার।





প্রথম টেস্টের বাংলাদেশ দল :


মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নাঈম হাসান, সানজামুল ইসলাম, তানবীর হায়দার এবং আব্দুর রাজ্জাক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball