বর্ষসেরা সাকিব, পপুলার ক্রিকেটার মাশরাফি

promotional_ad

দেশের ক্রীড়া লেখক ও ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে পুরনো সংগঠন হচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), যা ১৯৬৪ সাল থেকে দেশসেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কার দেওয়ার প্রথা চালু করেছিল।


সেই ধারাবাহিকতায় শনিবার বিএসপিএ ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার দিলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এই তালিকায় সাকিবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অর্ণব সারার লাদিফ (শুটিং) এবং জাফর ইকবাল (ফুটবল)। 


এর আগেই অবশ্য ক্রিকেট ক্যাটাগরিতে বর্ষসেরা নির্বাচিত হন সাকিব, এছাড়াও লাদিফ শুটিংয়ে এবং জাফর ইকবাল ফুটবলে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন। শেষমেশ সব মিলিয়ে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন সাকিবই। 


promotional_ad



এদিকে একই অনুষ্ঠানের পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা (ক্রিকেট), সাকিব আল হাসান (ক্রিকেট), মাহমুদউল্লাহ রিয়াদ (ক্রিকেট) এবং জাফর ইকবাল (ফুটবল)। 


অনলাইনে দর্শকদের ভোটে এই ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাাফি বিন মর্তুজা। এছাড়াও বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাউদ্দীন। আর বর্ষসেরা স্পন্সর পেয়েছে রবি।


অনুষ্ঠানে বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় সোনম সুলতানা সোমা, বর্ষসেরা সাঁতারু জোনায়না আহমেদ, বর্ষসেরা দাবাড়ু এনামুল হোসেন রাজীব, বর্ষসেরা সংগঠক নির্বাচিত হন মাহফুজা আক্তার কিরণ (ফুটবল)।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সাকিবের হাতে তিনিই এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।



ছবি কৃতজ্ঞতাঃ- বাংলানিউজ২৪


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball