promotional_ad

টেস্ট দলে মাশরাফি?

promotional_ad

দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলা যে কোন ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ সম্মানের হিসেবে গণ্য হয়। কে না চায় টেস্ট ক্যাপটা মাথায় চাপিয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে? বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ব্যতিক্রম নয়। 


ওয়েস্ট ইন্ডিজের সাথে ২০০৯ সালে পায়ের ইনজুরি নিয়ে সতীর্থদের কাঁধে ভর করে শেষবারের মত মাঠ ছেড়েছিলেন মাশরাফি। এরপর থেকে টেস্টে ফেরা হয়নি মাশরাফির। টেস্ট উইকেট সংখ্যাটা ৭৮ এই আটকে আছে। 


তবে মনের কোনে টেস্ট খেলার আকুতি মরে যায় নি। গত কয়েকবছরে ফিটনেসে অভূতপূর্ব উন্নতি মাশরাফিকে আশা দেখাচ্ছে। ‘অবশ্যই একজন খেলোয়াড়ের প্রবল ইচ্ছা থাকে যে সে টেস্ট ম্যাচ খেলুক। এটা আমারও, এখন বয়স ৩৪ হয়ে গেলেও ইচ্ছা অবশ্যই আছে।,' ইত্তেফাকের সাক্ষাৎকারে বলেছেন মাশরাফি।



promotional_ad

নিজের ফিটনেসে উন্নতির ধারা ধরে রাখতে পারলে আর নিয়মিত প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে পারলে অচিরেই সাদা জার্সিতে বাংলাদেশের হয়ে খেলতে নামবেন মাশরাফি।


'আসলে সবকিছু বিবেচনা করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সুনির্দিষ্ট উত্তরটা আমি দিতে পারবো না।দেখা যাক, ফিটনেস আগের চেয়ে উন্নতি করেছি। এখন চাচ্ছি যে, যে ক’দিন খেলি আরও উন্নতি এবং এভাবে ধরে রাখতে। এর ভেতরে যদি অবস্থা এমন আসে, নিজের কাছে মনে হয়, প্রথম শ্রেণির ম্যাচ খেলার পর যদি উন্নতি করতে পারি যে, আমি সামর্থ্য রাখি খেলার। তারপর চিন্তা করা যাবে।


টেস্ট ক্রিকেট খেলার জন্য ফিটনেস যেটা বলেন, আমার সবমিলিয়ে ফিটনেস এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। হয়তোবা কিছু ম্যাচ খেলতে হবে। নিজেকে ওভাবে মানিয়ে নিতে হবে। মানসিকভাবে মানিয়ে নিতে হবে। তারপর হয়তো কাজটা করা যায়। কিন্তু এখনো যেহেতু আমি ওইভাবে কোনো চিন্তাই করিনি, যেখানে চিন্তা করিনি সেখানে উত্তর দেয়াও কঠিন। আর শুধু শুধু বলে দিলাম, ‘হ্যাঁ আমি খেলতে চাই এটাও ঠিক না।’



মাশরাফির টেস্ট দলে ফেরার বিষয়ে বিসিবিও সহমত প্রকাশ করেছে। বিসিবি নাকি মাশরাফিকে আসন্ন শ্রীলঙ্কা সিরিজেই টেস্ট দলে দেখতে চাইছে। সব ঠিক থাকলে আগামী মৌসুমে যে কোন সময় মাশরাফিকে টেস্ট দলে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball