promotional_ad

চারদিনের টেস্টে প্রতিদিন ৯৮ ওভার

promotional_ad

পাঁচ দিনের  রস-কষহীন টেস্ট ক্রিকেটে বৈচিত্র্য আনতে কিছু দিনের মধ্যেই মাঠে গড়াচ্ছে চারদিনের উত্তেজনাপূর্ণ সাদা পোষাকের খেলা। ক্রিকেটের এই সংস্করণকে এখনই আনুষ্ঠানিক ভাবে মর্যাদা দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।




চারদিনের টেস্ট অনেকটা পরীক্ষামূলকভাবেই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে। আসন্ন এই টেস্টে প্রতি দিন গড়ে ৯৮ ওভারের মত খেলা হওয়ার কথা রয়েছে। সাধারণত পাঁচদিনের টেস্টে দিনে ৯০ ওভার খেলা হয়।





promotional_ad

চারদিনের ক্রিকেটে দিনে ৮ ওভার বেশি বল করতে হবে দলগুলোকে। তাছাড়া, ফলোঅনের নিয়মেও পরিবর্তন আনছে চারদিনের টেস্ট। পাঁচদিনের টেস্টে ২০০ রান এগিয়ে থাকলে প্রতিপক্ষকে ফলোঅন করাতে পারে দল।




কিন্তু, চারদিনের টেস্টে সেটা ১৫০ রান হলেই হবে। ফলোঅন করাতে পারবে এগিয়ে থাকা দল। প্রতি সেশন হবে কমপক্ষে দুই ঘন্টার। সর্বোচ্চ আড়াই ঘন্টা। পোর্ট এলিজাবেথে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার আসন্ন টেস্টটি স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা।





আর দিনের খেলা শেষ হওয়ার কথা রয়েছে রাত নয়টায়। নির্ধারিত ৯৮ ওভার শেষ করতে ফিল্ডিং দলকে অতিরিক্ত ৩০ মিনিট দেয়ার নিয়ম রয়েছে। এদিকে, ২৬ ডিসেম্বর এই ঐতিহাসিক বক্সিং ডে টেস্টে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।




ঐতিহ্যবাহী এ দিনে কোনো সূচি না থাকায় আইসিসি থেকে অনুমতি নিয়ে আগেই চারদিনের ম্যাচ আয়োজনের ব্যবস্থান করে প্রোটিয়ারা। আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এ পরীক্ষা ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত চালানোর অনুমোদন দিয়েছে। তবে অংশ নেওয়াটা বাধ্যতামূলক নয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball