promotional_ad

রংপুরের বিপক্ষে ম্যাচটি পুনরায় খেলতে চায় সিলেট

promotional_ad

বিপিএলের চট্রগ্রাম পর্বে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্সের ম্যাচে এক ওভারে সাত বলে করেছিলেন সিলেটের পেসার কামরুল ইসলাম রাব্বি। সিলেটের কাপ্তান নাসির হোসাইন ও অন্যান্যরা আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলেও কাজ হয়নি।


পরবর্তীতে ম্যাচটিতে শেষ ওভারে এসে হারতে হয় সিলেটকে। টানটান উত্তেজনায় ভরা ম্যাচটিতে আম্পায়ারের এহেন ভুলের কারনে ম্যাচের মোড় ঘুরে গেছে, এমন অভিযোগ করেছে সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ।


ম্যাচটিতে হারের পর সিলেটের শেষ চারে জায়গা করে নেয়া কঠিন হয়ে পড়েছে। তাই রংপুরের বিপক্ষে ম্যাচটি পুনরায় আয়োজনের দাবী জানিয়েছে সিলেট।  সিক্সার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির ওবায়েদ মানবজমিনকে বলেন,





promotional_ad


‘আপনারা জানেন যে এ ম্যাচটি সিলেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচের ১৬তম ওভারে হঠাৎ করেই আম্পায়ার আমাদের বোলারকে দিয়ে ৭ বল করালেন। সেখানে আমাদের বোলার রাব্বি দাবি করেছিলেন যে তার ৬ বল হয়ে গেছে। এরপরও আম্পায়াররা চেক করেও আরো একটি বল বেশি করান।


সেই সময় আমাদের অধিনায়ক নাসির হোসেনও মাঠে আম্পয়াদের সঙ্গে কথা বলেন। তেমন ঘটনা না হলে আমরা হয়তো হারতাম না। এরই মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিলকে একটি চিঠি দিয়েছি। তাদের সামনে আমাদের রিপোর্টগুলো উপস্থাপন করেছি। এখন দেখি তারা কি সিদ্ধান্ত নেন। তবে আমরা চাইছি ম্যাচটি পুনরায় মাঠে গড়াক।’ 


রংপুর ও সিলেটের ম্যাচে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ের বিষয়টি উপর মহলেও বেশ সাড়া ফেলেছে। বুধবার ক্রিকফ্রেনজিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, তাদের কাছে অভিযোগ এলে তারা এই ঘটনা নিয়ে তদন্ত করবেন। সেই সাথে নিশ্চিত করেছেন, অসাধু কোনো উদ্দেশ্য থাকলে সে জন্য গুরুতর শাস্তিও পাবেন সংশ্লিষ্টরা।






আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball