দলীয় পারফর্মেন্সে বিশ্বাসী নাফিস

promotional_ad

রংপুর রাইডার্স ব্যাটসম্যান শাহরিয়ার নাফিসের ব্যাট যেন এবার হাসছেই না। বিপিএলের চলতি আসরে সাত ম্যাচে তার রান যথাক্রম ৩৫, ২৬, ২৩, ০, ৮, ৯, ০। নামের সাথে একেবারেই যাচ্ছে না। তবে এসব নিয়ে একটুও ভাবছেন না তিনি।

বাংলানিউজকে তিনি বলেন, "আমার পারফরম্যান্সে মোটেও হতাশ নই এবং অর্ডার নিয়ে কোন অভিযোগ নেই। বরং ভালো খেলে নিজেদের প্রাথমিক লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি এটাই বড় ব্যাপার।

কেননা টপ ফোরই আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল। সেখানে উঠতে পারলেই ফাইনাল বা সেমিফাইনাল নিয়ে চিন্তা করবো। তবে আমি মনে করি আমরা যে ধরণের ক্রিকেট খেলছি তাতে জয় পাচ্ছি।"

একইসাথে দলনেতা মাশরাফি বিন মর্তুজার অধিনায়ত্বের প্রশংসাও করেছেন একসময়কার জাতীয় দলের এই নিয়মিত ক্রিকেটার। সতীর্থ গেইল, ম্যাককালাম ও মিথুনকেও প্রশংসায় ভাসিয়েছেন তিনি। নিজের সামর্থ্যের এখনো কিছুই দেয়নি দল-- দাবী করে জানিয়েছেন,

"প্রয়োজন অনুযায়ী আমাদের কেউ না কেউ ভালো করছেই। মাশরাফি ভাই ভালো অধিনায়কত্ব করছে। ক্রিস গেইল, ম্যাককালাম, রবি বোপারা ও মিথুন ভালো খেলছে। তবে আমি বিশ্বাস করি এখনও আমরা আমাদের সামর্থ্যের ৬০ ভাগও খেলতে পারিনি।

আমরা এখনও পুরোপুরি সামর্থ্য দেখাতে পারিনি। আমরা যদি ৮০-৯০ ভাগ সামর্থ্য দেখাতে পারি তাহলে এই টুর্নামেন্টের শিরোপার একটা দাবীদার হতে পারবো। সবাই মিলে আরও কম্প্যাক্ট ক্রিকেট খেলতে পারলে আমাদের হারানো কঠিন হবে।"   

উল্লেখ্য, ৯ ম্যাচ শেষে ৫ টি জয় ও ৪ টি হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে রংপুর রাইডার্স। শনিবার (২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজেদের দশম ম্যাচে শীর্ষস্থানধারী তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্সেকে মোকাবিলা করবে তারা।



promotional_ad


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball