promotional_ad

অস্ট্রেলিয়ার বিমান ধরা হচ্ছে না শামির

এবার আর অস্ট্রেলিয়ার বিমান ধরা হচ্ছে না মোহাম্মদ শামির, ফাইল ফটো
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ডান পায়ের অ্যাঙ্কেলের চোটে ভুগছিলেন মোহাম্মদ শামি। এ কারণ প্রায় এক বছর ধরে মাঠের বাইরে ভারতীয় এই পেসার। মাসখানেক আগে রঞ্জি ট্রফিতে মাঠে ফিরলেও আবারও ইনজুরিতে পড়লেন এই পেসার। যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই ম্যাচে খেলা হচ্ছে না তার।

promotional_ad


চলতি বছরের মার্চে শামির ডান পায়ে অস্ত্রোপচারও করা হয়। ধারণা করা হচ্ছিল বাংলাদেশ সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন তিনি। তবে তেমনটা হয়নি। ম্যাচ খেলার মতো ফিট না হওয়ায় তাকে বাইরে রেখেই বাংলাদেশের বিপক্ষে স্কোয়াড সাজিয়েছিল ভারত।


আরো পড়ুন

ভারতের টি-টোয়েন্টি দলে শামি

১১ জানুয়ারি ২৫
এক বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরলেন মোহাম্মদ শামি, ফাইল ছবি

এরপর আবারও নতুন চোটে পড়েন ভারতীয় এই পেসার। হুট করেই তার বাঁ হাঁটুর এক অংশ ফুলে যায়। ফলে আবারও পুনর্বাসন শুরু করতে হয় তাকে। এই চোট থেকে সেরে উঠতে তিনি লড়াই শুরু করেন বেঙ্গালুরুর ন্যাশনাল অ্যাকাডেমীতে।



পুনরায় সেই চোট কাটিয়ে রঞ্জি ট্রফিতে ফিরেছিলেন শামি। কিন্তু হাঁটু ফুলে যাওয়ার কারণে এবার আর বোর্ডার-গাভাস্কার সিরিজে ডাক পড়ছে না তার। এর আগে শোনা যাচ্ছিল নিজের ফিটনেসের প্রমাণ দিতে পারলে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে ডাক পড়তে পারে তার। 



promotional_ad

কিন্তু ভারতীয় দলকে হতাশ করে বিসিসিআই তাদের বিবৃতিতে বলেছে, 'রঞ্জি ট্রফির ম্যাচে মধ্য প্রদেশের বিপক্ষে বাংলার হয়ে শামি ৪৩ ওভার বোলিং করেছে। তারপর সৈয়দ মুশতাক আলি ট্রফিতে (টি-টোয়েন্টি টুর্নামেন্ট) বাংলার ৯ ম্যাচের সবকটিতে সে খেলেছে, সেখানে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হতে বাড়তি বোলিং সেশনও করেছে। বোলিংয়ের চাপের কারণেই তার বাঁ হাঁটু হালকা ফুলে গেছে। দীর্ঘ দিন পর এত সময় ধরে বোলিং করার কারণে এই ফোলাভাব স্বাভাবিক।'


আরো পড়ুন

১২৩ টেস্টের অভিজ্ঞতা নিয়ে ১২ বছর পর রঞ্জিতে কোহলি

২১ জানুয়ারি ২৫
অস্ট্রেলিয়ায় সময়টা ভালো কাটেনি বিরাট কোহলির,ফাইল ফটো

'পর্যবেক্ষণ করার পর বিসিসিআইয়ের চিকিৎসক দলের মনে হয়েছে, তার সেরে উঠতে আরও সময় লাগবে। তাই বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুটি টেস্টে তাকে বিবেচনা করার জন্য উপযুক্ত বলে মনে করা হয়নি।'


২০১৮-১৯ মৌসুমে শামির দুর্দান্ত বোলিংয়েই বোর্ডার গাভাস্কার ট্রফি নিজেদের করে নিয়েছিল ভারত। আপাতত তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় আছে দলটি। অস্ট্রেলিয়া সফরে ফেরা না হলে আগামী জানুয়ারিতে ইংল্যান্ড সিরিজ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে শামিকে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball