হেডের সেঞ্চুরির পর স্টার্ক-কামিন্স-বোলান্ডদের তোপে দিশাহারা ভারত
ছবি: সংগৃহীত
১৫৭ রানের লিড নেয়ার পর ভারতকে চেপে ধরেছে অস্ট্রেলিয়া। ১২৮ রানের মধ্যে ভারতের ৫ উইকেট তুলে নিয়েছে তারা। যদিও ভারতের আশার আলো হয়ে অপরাজিত আছেন ঋষভ পান্ত ও নীতিশ রেড্ডি। পান্ত ব্যাট করছেন ২৮ রান নিয়ে। আর ১৫ রান নিয়ে ব্যাটিং করতে নামবেন রেড্ডি।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছে ভারতের ওপেনিং জুটি। মাত্র ১২ রানেই তারা হারিয়েছে লোকেশ রাহুলের উইকেট। ভারতীয় এই ওপেনারকে প্যাট কামিন্সের বলে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ৭ রান করা রাহুল। আরেক ওপেনার ইয়াসভি জায়সাওয়াল ফিরেছেন স্কট বোল্যান্ডের শিকার হয়ে।
বেশিক্ষণ টিকতে পারেননি বিরাট কোহলি। তিনি ফিরেছেন ১১ রান করে। বোল্যান্ডের বলে তিনিও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন। ২৮ রান করা শুভমান গিল বোল্ড হয়েছেন মিচেল স্টার্কের বলে। আর রোহিত শর্মাকে নিজের শিকার বানিয়েছেন অজি অধিনায়ক কামিন্স। তাকে ইন সুইঙ্গারে বোল্ড করেন কামিন্স। এরপর অবশ্য ভারতকে আর কোনো বিপদ পড়তে দেননি পান্ত ও রেড্ডি।
এর আগে ১ উইকেট ৮৬ রান দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। যদিও দিনের শুরুতেই তারা ন্যাথান ম্যাকসুয়েনি ও স্টিভেন স্মিথের উইকেট হারায় অস্ট্রেলিয়া। দুটি উইকেটই নেন জসপ্রিত বুমরাহ। সেই ধাক্কা সামাল দেন মার্নাস ল্যাবুশেন ও হেড। দুজনে চতুর্থ উইকেটে ৬ রান যোগ করেন তারা।
পরপর ল্যাবুশেন ও মিচেল মার্শের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অজিরা। সেই চাপ একাই সামাল দিয়েছেন হেড। সেঞ্চুরি তুলে নেয়ার আগে রবীচন্দ্রন অশ্বিনের বলে একবার জীবন পেয়েছিলেন তিনি। তার ব্যাটে ভড় করেই তিনশ পেরিয়ে যায় অজিরা। হেড সম্ভাবনা জাগিয়েছিলেন দেড়শ তুলে নেয়ার।
যদিও ব্যক্তিগত ১৪০ রানে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে আউট হন হেড। এই অভিজ্ঞ ব্যাটার আউট হওয়ার পর আর মাত্র ২৭ রান যোগ করেই বাকি ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ৪টি করে উইকেট নেন বুমরাহ ও সিরাজ। একটি করে উইকেট পান রেড্ডি ও অশ্বিন।