promotional_ad

সোবহানা-দিলারার রেকর্ড জুটির পরও বাংলাদেশের হার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
জিততে হলে নতুন রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। সেই কাজটাই সহজ করে দিয়েছিলেন আইরিশ ফিল্ডাররা। তাদের একের পর এক ক্যাচ মিসের পর শেষ পর্যন্ত ১২ রানে হেরে গেছে টাইগ্রেসরা। যদিও এদিন ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে রেকর্ড ১০৩ রানের ওপেনিং জুটি গড়ে বাংলাদেশ।

promotional_ad

যা টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি ও প্রথম শতরানের জুটি।  এরপর বাকি ব্যাটাররা দায়িত্ব নিতে না পারায় বাংলাদেশকে হারতেই হয়েছে। শুরু থেকেই দারুণ খেলছিলেন দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি। তাদের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দুজনই পেতে পারতেন হাফ সেঞ্চুরির দেখা। তবে দুজনেই আউট হন আফ সেঞ্চুরির আগেই।


সোবহানা ফিরে যান ৪৬ রান করে। আর দিলারার ব্যাট থেকে আসে ৪৯ রান। মূলত এই দুজন আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শারমিন আক্তার সুপ্তা ২৩ রানে অপরাজিত থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। নিজের দিকের ব্যাটারদের মধ্যে ১৯ রান করেছেন  তাজ নাহার।


promotional_ad

অধিনায়ক জ্যোতি ফিরেছেন মাত্র ৪ রান করে। স্বর্ণা আক্তার আউট হন মাত্র ১ রান করে। রানের খাতাই খুলতে পারেননি রিতু মনি ও জান্নাতুল ফেরদৌস। ফলে শেষ দুই ওভারে ১৮ রানের সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ।  ১৯তম ওভারে ওরলা প্রেনডারগাস্টের দুর্দান্ত বোলিংয়েই শেষ হয়ে যায় বাংলাদেশের আশা।


সে ওভারে কোনো রান না দিয়ে দুটি উইকেট তুলে নেন এই পেসার। পরের ওভারে একটি উইকেট তুলে ৫ রান দেন আরলিন ক্যালি। ফলে ১২ রান আগেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। আইরিশদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন প্রেনডারগাস্ট ও আরলিন ক্যালি।


এর আগে ওপেনার গাবি লুইসের ৪২ বলে ৬০ ও লিয়াহ পলের ৪৫ বলের ঝড়ো ৭৯ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় আইরিশরা। বাংলাদেশ দলের হয়ে জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ও নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball