জমকালো আয়োজনে বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন
ছবি: সংগৃহীত
তরুণ ও যুব সমাজকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপি এই আয়োজনের মিডিয়া লঞ্চিং প্রোগ্রামে উম্মোচিত হয়েছে বিপিএলের মাসকাট ও থিম সং। মূল অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগেই সেখানে উপস্থিত হন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই বিপিএলের এবারের আসর নিয়ে সরকার এবং বিসিবির সঙ্গে কয়েক দফা আলোচনা করেন এবং ভেন্যুগুলোর সংস্কারে মনোযোগ দেন। মাননীয় প্রধান উপদেষ্টার পরামর্শেই বিপিএলকে ঘিরে এত সব দারুণ আয়োজন।
সিলেটে ১৫০ টাকায় দেখা যাবে বিপিএল
৪ জানুয়ারি ২৫এমন আয়োজন পরিণত হলো যেন সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের মিলনমেলায়। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত থেকে শুরু করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম। তাদের সবাইকে দেখা গেছে খোশ গল্পে মেতে উঠতে। এ ছাড়া উপস্থিত ছিলেন নারী ক্রিকেট দলের সদস্য, ফুটবল সহ বাকি ক্রীড়া ফেডারেশনের কর্তা ব্যক্তি ও খেলোয়াড়রা।
ক্রীড়া মন্ত্রণারয়ের এই আয়োজনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ উপস্থিত আছেন শুরু থেকেই। তার নেতৃত্বেই উপস্থিত বাকি বোর্ড পরিচালক এবং সদস্যরা। অনুষ্ঠানে 'ডানা-৩৬' নামক মাসকটটি উন্মোচন করা হয়।
যা সাম্প্রতিক ছাত্র-নাগরিক আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এই মাসকটটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে।
এই পায়রার মাসকটটিকে স্বাধীনতার চেতনার সাথে মেলবন্ধন ঘটানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা খেলাধুলার একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেট সংস্কৃতিরও একটি মূল প্রতিপাদ্য বিষয়। পায়রাকে শান্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দেখা হয়, যা একটি জাতির শক্তি এবং ঐক্যকে প্রতিফলিত করে।
অনুষ্ঠানে তারুণ্যের মধ্যে উদ্বীপনা ছড়াতে কয়েকজন স্কুল-কলেজের শিক্ষার্থীকেও আমন্ত্রন জানাও হয়, যাদের অংশগ্রহণ যোগ করে পুরো আয়োজনে বাড়তি মাত্রা। বলতেই হবে এবারের বিপিএল হতে যাচ্ছে অন্য রকম। যা দর্শকদের মাঠের খেলার সঙ্গে সঙ্গে আকর্ষণীয় করে তুলবে মাঠের বাইরেও।