promotional_ad

অ্যাডিলডে ল্যাবুশেনকে বাদ দিতে বলছেন জনসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
৬ ম্যাচ, ২৪৫ রান, ২৪.৫০ গড় এবং ২ হাফ সেঞ্চুরি! ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিকী চিত্র হয়ে ওঠা মার্নাশ ল্যাবুশেনের চলতি বছর একেবারে হতাশায় মোড়ানো। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের পর ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।

promotional_ad

পার্থে ভারতের পেসারদের বিপক্ষে প্রথম ইনিংসে বেশ খানিকটা সময় টিকে থাকলেও নিজের সাবলীল ব্যাটিং করতে পারেননি ল্যাবুশেন। প্রথম ইনিংসে ৫২ বলে ২ রানে আউট হওয়া ডানহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ৩ রানে। চলতি বছরে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করেছেন এমন ব্যাটারদের তালিকায় অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শদেরও পেছনে তিনি। তিনে নেমে এমন অধারাবাহিক পারফরম্যান্সের জন্য দ্বিতীয় টেস্টে ল্যাবুশনকে ছাড়াই খেলতে নামবেন বলছেন মিচেল জনসন। অস্ট্রেলিয়ার সাবেক পেসার জানান, বলির পাঁঠা বানাতে নয় বাজে ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই এমন সিদ্ধান্ত নিতে বলছেন।


এ প্রসঙ্গে নাইটলিতে জনসন লিখেছেন, ‘লম্বা সময় ধরে মার্নাশ ল্যাবুশেনের ব্যাটে রান থাকায় অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে তাঁর জায়গায় অন্য কাউকে খেলানো উচিত। পার্থে হারের জন্য কাউকে মূল্য দিতে হচ্ছে ব্যাপারটা এমন নয়। এটি আপনাকে দেশের হয়ে চাপ থেকে দূরে থাকতে কিছু শেফিল্ড শিল্ড এবং ক্লাব ক্রিকেট খেলার সুযোগ করে দেবে। আমার মনে হয় জসপ্রিত বুমরাহ এবং বাকি পেসারদের বিপক্ষে টিকে থাকার চেষ্টা করার চেয়ে সেটা ভালো হবে।’


promotional_ad


গোলাপি বলের টেস্ট থেকে বাদ দিতে বললেও ল্যাবুশেনের ক্যারিয়ার শেষ ব্যাপারটা এমন না বলে মনে করেন জনসন। সাবেক এই বাঁহাতি পেসার বলেন, ‘ল্যাবুশেনকে বাদ দেয়া মানে এই না টেস্ট দলে তার লম্বা ভবিষ্যত নেই অথবা সে তিনে খেলার মতো ক্রিকেটার না। খারাপ ফর্ম শেষে আমাদের তাকে আরও ভালোভাবে প্রয়োজন। অর্থ হচ্ছে, বড় রান করো।’


ল্যাবুশেনের মতো সময়টা ভালো পাচ্ছে না স্টিভ স্মিথেরও। ডেভিড ওয়ার্নার অবসর নেয়ার পর বেশ কয়েকটি ম্যাচে ওপেন করেছিলেন তিনি। তবে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নিজের পুরনো জায়গা চারে ফিরেছেন স্মিথ। চলতি বছরে ৬ টেস্টে ২৫.৫৫ গড়ে ২৩০ রান করেছেন এক হাফ সেঞ্চুরি। এমন পারফর্ম করা স্মিথকে নিয়ে তাই উদ্বেগ বাড়ছে অস্ট্রেলিয়ার সমর্থকদের।


স্মিথকে নিয়ে জনসন বলেন, ‘স্টিভ স্মিথের ফর্ম খুবই চিন্তার বিষয়। তাকে দেখে মনে হয় সে তার ধার হারিয়ে ফেলেছে যেটা আমরা সবাই দেখে অভ্যস্ত। সে এখন প্যাডের বলগুলো মিস করছে। অথচ একটা সময় সে এসব বলে অনায়াসে রান করতো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball