ক্যারিবীয়দের ক্যাচ মিসের মহড়া, বাংলাদেশের একটু স্বস্তি

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
কাভেম হজের ফুল লেন্থের বল ডাউন দ্য উইকেটে এসে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন সাদমান ইসলাম। পরের বলটি পয়েন্টে ঠেলে আরও এক। আর তাতেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের এই ওপেনার। তার ব্যাটে ভর করে কিছু হলেও স্বস্তিতে দিন শেষ করেছে বাংলাদেশ।
বৃষ্টি বিঘ্নিত দিনে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬৯ রান। তুলনামূলকভাবে ভালো অবস্থানে থেকে দিন শেষ করার পেছনে ক্যারিবীয়দের অবদানও কম নয়। ১০ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর সাদমান ও শাহাদাত হোসেন দিপু ৩ বার জীবন পেয়েছেন ক্যারিবীয় ফিল্ডারদের ভুলে।

এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের দলীয় ৮ রানেই বাংলাদেশ হারায় মাহমুদুল হাসান জয়ের উইকেট। কেমার রোচের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছে বাংলাদেশি এই ওপেনার।
বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল হকও। তিনি রোচের বলেই খোঁচা দিয়ে একই কায়দায় উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন শূন্যরানে। ১০ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। কয়েকবার জীবন পেলেও বাকি সময়টা পার করেছেন সাদমান ও দিপু।
ব্যক্তিগত ১৫ রানে স্লিপে সাদমানের ক্যাচ ফেলেছেন অ্যালিক আথানেজ। এরপর ব্যক্তিগত ১৫ রানে তিনি জীবন পান। শর্ট কাভারে তার ক্যাচ হাতছাড়া করেছেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। পরের ওভারেই শাহাদাত হোসেন দিপুর ক্যাচ মিস করেছেন জেইডেন সিলস।
তিনবারের চেষ্টাতেও ক্যাচ মুঠোয় নিতে পারেননি তিনি। এরপর ৯৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সাদমান। সাদমান দিন শেষে ১০০ বলে ৫০ রান করে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে ধৈর্যশীল ইনিংস খেলেছেন দিপু। তিনি ৬৩ বলে ১২ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ৬৯/২ (৩০ ওভার) (জয় ৩, সাদমান ৫০*, মুমিনুল ০, দিপু ১২*; রোচ ২/২০)