promotional_ad

ডেথ ওভারে খরুচে বোলিংয়ে সাকিবের গায়ানার হার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লাহোর কালান্দার্সকে ৬ উইকেটে উড়িয়ে গ্লোবাল সুপার লিগের আসর শুরু করেছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তবে দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে স্বাগতিক দলটি। ভিক্টোরিয়া হকসের বিপক্ষে তারা ৪ উইকেটে হেরে গেছে।


আগের ম্যাচে ২ উইকেট নিয়ে জয়ে বড় অবদান রেখেছিলেন তানজিম হাসান সাকিব। তবে এই ম্যাচে বেশ খরুচে বোলিং করেছেন তিনি। ৪ ওভারে ৩৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তিনি। শেষ দুই ওভারে ১৯ রান প্রয়োজন ছিল ভিক্টোরিয়ার।



promotional_ad

নিজের শেষ ওভার করতে এসে ১৯তম ওভারে তানজিম খরচ করেন ১৩ রান। আর তাতেই হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল গায়ানার। শেষ ওভারে ডোয়াইন প্রিটোরিয়াসের করা ২ বলেই দুই চার ও এক ওয়াইডে ৯ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে ভিক্টোরিয়া।


১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ভিক্টোরিয়া শুরু থেকেই উইকেট হারিয়েছে। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন কারিমা গোরে। আর স্কট এডওয়ার্ডস করেন ৩১ রান। এ ছাড়া ২৪ রান আসে সঞ্জয় কৃষ্ণমূর্তির ব্যাট থেকে। আর কেউ বলার মতো রান না করলেও জয় তুলে নিতে বেগ পেতে হয়নি ভিক্টোরিয়াকে।


গায়ানার হয়ে দুটি উইকেট নিয়েছেন ইমরান তাহির। আর একটি করে উইকেট পান তানজিম, গুড়াকেশ মোতি ও হাসান খান। এর আগে এই ম্যাচে টসে জিতে বোলিং বেঁছে নেয় ভিক্টোরিয়া। আগে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানেই রস্টন চেজের উইকেট হারায় গায়ানা।



এরপর মঈন আলী ও শাই হোপ মিলে ৭৪ রানের জুটি গড়ে গায়ানাকে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন। তৃতীয় উইকেটে হোপ ও শিমরন হেটমায়ার যোগ করেন আরও ২৪ রান। হোপ ৪০ ও হেটমায়ার ১৮ রানে আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গায়ানা।


যদিও শেষদিকে রোমারিও শেফার্ড ও হাসান খান মিলে ৩৬ রানের জুটি গড়ে গায়ানার সংগ্রহ দেড়শ পাড় করেন। শেফার্ড ১০ রান করে আউট হলেও হাসান অপরাজিত থাকেন ২৫ রান করে। ভিক্টোরিয়ার হয়ে দুটি উইকেট নেন জ্যাকসন স্মিথ। আর একটি করে উইকেট যায় ডমিনিক ডার্কেস, ম্যাক্স ব্রিথশেল, কালাম স্ট্রো ও কোরি অ্যান্ডারসনের ঝুলিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball