শ্রীলঙ্কা সিরিজ শেষ মুল্ডারের

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় আঙুলের চোটে পড়েছিলেন উইয়ান মুল্ডার। আঙুলে চিড় ধরা পড়ায় ডারবান টেস্ট থেকে ছিটকে গেছেন সাউথ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার। কিংসমিডের পাশাপাশি ক্যানবেরাতেও খেলতে পারবেন না মুল্ডার। দ্বিতীয় টেস্টের জন্য মুল্ডারের বদলি হিসেবে ম্যাথু ব্রিটজকে দলে ডেকেছে স্বাগতিকরা।
কিংসমিডে প্রথম ইনিংসে ছয় নম্বরে ব্যাটিংয়ে এসেছিলেন মুল্ডার। লাহিরু কুমারার প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটারের ডেলিভারিতে ঠিকঠাক খেলতে পারেননি তিনি। বল আঙুলে আঘাত করায় ব্যথা অনুভব করেন প্রোটিয়া এই ব্যাটার। পরের ডেলিভারি সামলানোর আগে বেশ খানিকটা সময় নিয়েছিলেন মুল্ডার।

যদিও দুটি বল খেলার পর আরও বেশি ব্যথা অনুভব করায় মাঠ ছেড়েছিলেন তিনি। যদিও একই সেশনে সাউথ আফ্রিকা ৯ উইকেট হারানোর পর আবারও ব্যাটিংয়ে নেমেছিলেন ২৬ বছর বয়সী ডানহাতি এই ব্যাটার। দশম উইকেট জুটিতে তিনি এবং কাগিসো রাবাদা মিলে ২৬ রান যোগ করেন। ১৫ রান করা রাবাদার বিদায়ে ভাঙে জুটি। মুল্ডার অপরাজিত ছিলেন ৯ রানে।
সাউথ আফ্রিকাও প্রথম ইনিংসে অল আউট হয় ১৯১ রানে। চোট পাওয়ায় লাঞ্চের সময় মুল্ডারের আঙুলের এক্স-রে করানো হয়। রিপোর্টে প্রোটিয়া ব্যাটারের ডান হাতের আঙুলে চিড় ধরা পড়ে। ফলে ডারবান টেস্টের বাকিটা এবং ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ক্যানবেরা টেস্টের স্কোয়াডেই থাকা হচ্ছে না মুল্ডারের। তার বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত হয়েছেন ব্যাটার ব্রিটজ।
এদিকে আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা; শ্রীলঙ্কার পেস ত্রয়ীর আগুনে বোলিংয়ে ১৯১ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। স্বাগতিকদের এত অল্প রানে আটকে দিয়ে আনন্দে ভাসছিল সফরকারী লঙ্কানরা। তবে তাদের সেই আনন্দের মুহূর্ত বিষাদে রূপ নিতে খুব বেশি সময় নেয়নি। প্রোটিয়া পেসারদের সামনে দুমড়ে-মুচড়ে গেল লঙ্কান ব্যাটিং ইউনিট।
আরও একটু নির্দিষ্ট করে বললে মার্কো জেনসেনের বিপক্ষে দাঁড়াতেই পারেননি পাথুম নিশানকা, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিসরা। ৬.৫ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন সাউথ আফ্রিকার বাঁহাতি এই পেসার। আর ১৩.৫ ওভারে লঙ্কানরা গুটিয়ে যায় ৪২ রানে।শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে এটি সর্বনিম্ন রান।