promotional_ad

২২ বলে সাকিবের ১৫ রান, বাংলা টাইগার্সের হার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলা টাইগার্সের অধিনায়ক হলেও টি-টেনে খুব বেশি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি সাকিব আল হাসান। নিজেদের আগের ম্যাচে আজমান বোল্টসের বিপক্ষে ১৯ বলে ২৯ রান করেছিলেন তিনি। তবে ডেকান গ্লাডিয়েটর্সের বিপক্ষে ব্যাট হাতে ‘অদ্ভুত’ এক ইনিংস খেলেছেন। টি-টেন ক্রিকেট চার-ছক্কার খেলা হলেও প্রত্যাশা মিটিয়ে ব্যাটিং করতে পারেননি বাংলাদেশের অলরাউন্ডার। ৬ নম্বরে নেমে ২২ বল খেলে অপরাজিত ছিলেন মাত্র ১৫ রান।


প্রতিপক্ষের দুই ব্যাটার ডেকানের জস বাটলার এবং নিকোলাস পুরান যেখানে যথাক্রমে ২২৩.০৭ ও ২৭৬.৯২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সাকিব সেখানে খেলেছেন ৬৮.১৮ স্ট্রাইক রেটে। ব্যাটিংয়ে বিবর্ণ সাকিব বোলিংয়ে এসেছিলেন ষষ্ঠ ওভারে। বাঁহাতি স্পিনারের প্রথম বলেই ছক্কা মেরে ডেকানের ৯ উইকেটের জয় নিশ্চিত করেন পুরান। ডেকানের কাছে হেরে পয়েন্ট টেবিলের আটে নেমে গেছে বাংলা টাইগার্স।



promotional_ad

শেখ জায়েদ স্টেডিয়ামে জয়ের জন্য ৭৩ রান তাড়ায় দ্বিতীয় ওভারে উইকেট হারায় ডেকান। ইমরান খানের শর্ট অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা রশিদ খানকে ক্যাচ দিয়েছেন টম কোহলার-ক্যাডমোর। ইংলিশ ব্যাটার ফিরেছেন ৯ রানে। ক্যাডমোরকে হারানোর পর ডেভিড পেইন এবং ওলি রবিনসনের উপর ঝড় বইয়ে দিয়েছেন বাটলার ও ‍পুরান।


দুই ওভারে পেইন দিয়েছেন ৩১ রান। ইংলিশ পেসার রবিনসন এক ওভারে খরচা করেছেন ২১ রান। তবে রশিদ রান আটকে দিয়েছিলেন নিজের ওভারে ৫ রান দিয়ে। তবে ২৯ বল বাকি থাকতে ডেকানকে জয় এনে দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে তোলেন বাটলার ও পুরান। শেষ পর্যন্ত ১৩ বলে বাটলার ২৯ এবং পুরান ৩৬ রানে অপরাজিত ছিলেন। বাংলা টাইগার্সের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন ইমরান।


এর আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলা টাইগার্স। হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, লিয়াম লিভিংস্টোন ও দাসুন শানাকা ফিরেছেন দুই অঙ্কের কোটা ছোঁয়ার আগেই। ২৩ রানে ৪ উইকেট হারানোর পর ইফতিখার আহমেদের ১৯, সাকিবের ১৫ ও রশিদের ১২ রানের কল্যাণে ৬ উইকেট হারিয়ে ৭২ রানের পুঁজি পায় বাংলা টাইগার্স। ডেকানের হয়ে ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা রিচার্ড গ্লিসন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball